Monday, November 3, 2025

”মায়ের জন্যই রক্তদান”, নেতাজি ইন্ডোরে পুজোর ঢাকে কাঠি ফোরাম ফর দুর্গোৎসবের

Date:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তাই এবার করোনা আবহের মধ্যেই হাজার প্রতিকূলতা সত্ত্বেও পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। অন্যবারের তুলনায় কাটছাঁট করে হলেও পুজোর প্রস্তুতি শুরু করেছেন উদ্যোক্তারাও। আজ, রবিবার তারই অঙ্গ হিসেবে নেতাজি ইন্ডোরে ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান শিবির করে দিলো ফোরাম ফর দুর্গাপুজো। কোভিড পরিস্থিতিতে সমস্ত সুরক্ষাবিধি মেনেই রক্ত সংগ্রহ করা হবে। কর্মসূচির নাম ”মায়ের জন্যই রক্তদান”। পাশাপাশি, করোনাজয়ীরা প্লাজমা দান করেছেন।

করোনা আবহে কী হবে পুজোর ভবিষ্যত, এ নিয়ে প্রশ্ন ছিলই। ফোরাম ফর দুর্গোৎসব কমিটি জানাচ্ছে, পুজো সংক্রান্ত বিভিন্ন বিষয় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। উদ্বোধন থেকে শুরু করে বিসর্জন, সবটাই যেহেতু দেরি রয়েছে, সেক্ষেত্রে ধাপে ধাপে পরিকল্পনা করা হবে বলেই জানানো হয়েছে। এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর গাইডলাইন মেনেই চলা হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি ফোরাম ফর দুর্গাপুজো আরও জানিয়েছে যে, ক্লাব লেভেলে মিটিং শুরু হয়েছে। সামাজিক দূরত্ব মেনেই পুজো হবে। মণ্ডপে স্যানিটাইজার গেট করা হবে। প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে। মাস্ক আবশ্যক। বাঙালির আবেগে কোনও ধাক্কা নয়, তাই নির্দিষ্ট গাইডলাইন মেনেই সম্পন্ন হবে সিঁদুর খেলা।

তবে আলোর জৌলুস কম থাকবে এবছর। ফোরামের এক সদস্যর কথায়, “মানুষ সচেতন হয়েই আসবেন আশা রাখব। এবারের পুজো অন্যভাবে হবে। সানিটাইজের যাবতীয় খরচা পুজো কমিটি নেবে। প্রয়োজনে ছোটো পুজো অর্থাৎ যাঁদের বাজেট কম তাঁদেরও কমিটি সাহায্য করবে।

তবে কন্টেনমেন্ট জোনে পুজো হবে কিনা সে ব্যাপারে সরকারের নির্দেশে উপর নির্ভর করা হবে। বয়স্ক বাচ্চা ও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। বাকি সিদ্ধান্তের কথা ২৫ সেপ্টেম্বর বৈঠকের পরই জানানো হবে।

নেতাজি ইন্ডোর এদিনের এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version