Saturday, November 8, 2025

৩০ অক্টোবর পর্যন্ত কলেজে ভর্তির সময়সীমা বাড়াল রাজ্য সরকার। রবিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছর ৩০ অক্টোবর পর্যন্ত কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করা যাবে। বর্ধিত সময়ের মধ্যে যাতে সব ছাত্রছাত্রী ভর্তি হতে পারেন তা সুনিশ্চিত করতে রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সোমবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা দফতর।

গত ১০ অগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য স্নাতকে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হয়৷ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই ভর্তি প্রক্রিয়া চলার কথা ছিল৷ প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর আসন পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া চালু করেছে বেশ কিছু কলেজ। সপ্তাহখানেক আগে বঙ্গবাসী কলেজের মর্নিং ও নাইট বিভাগে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তের তার মেয়াদ বাড়তে চলেছে।

কলেজে ভর্তিতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ৯৫ শতাংশ নম্বর পেয়েও পছন্দসই কলেজে ভর্তি হতে পারছেন না পড়ুয়ারা। আবার অনেক কলেজে আসন ফাঁকা থাকার খবরও মিলেছে। সরকারের এই সিদ্ধান্তে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দুর্গাপুজোর মধ্যে কেন্দ্রের নেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ উগরে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীতে যে পরীক্ষাগুলি রয়েছে, তা ওইদিন বাতিল করে অন্য দিন নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- শোভাবাজার স্ট্রিটের বহুতলে আগুন! তারপর?

Related articles

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক...
Exit mobile version