কঙ্গনা-অনুরাগ বাক যুদ্ধের আবহেই পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী তথা মডেল পায়েল ঘোষের। টুইটারে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন পায়েল। পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন তিনি। জবাব দিয়েছেন পরিচালকও। পায়েলের একটি টুইটের বদলে চারটি টুইট করেছেন পরিচালক।

শনিবার সন্ধেয় পায়েল টুইটে লিখেছেন, অনুরাগ তাঁর সঙ্গে জবরদস্তি করেছেন। তবে ঠিক কী করেছেন অনুরাগ তা অবশ্য বলেননি পায়েল। ওই টুইটেই মোদির কাছে অনুরাগ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। পায়েল লিখেছেন, “সৃজনশীলতার আড়ালে দানব লুকিয়ে রয়েছে। এই দেশের মানুষের সামনে সত্যিটা আসা উচিত।”

@anuragkashyap72 has forced himself on me and extremely badly. @PMOIndia @narendramodi ji, kindly take action and let the country see the demon behind this creative guy. I am aware that it can harm me and my security is at risk. Pls help! https://t.co/1q6BYsZpyx
— Payal Ghosh (@iampayalghosh) September 19, 2020
পায়েলের এই টুইটের পর জবাব দিয়েছেন অনুরাগ। শনিবার মধ্যরাতে একসঙ্গে চারটি টুইট করেছেন পরিচালক। তিনি লিখেছেন, আমায় চুপ করাতে গিয়ে অনেক সময় নিয়ে ফেললে। কিন্তু আমায় চুপ করানোর জন্য অনেক মিথ্যে কথা বলেছ। অন্য মহিলাদেরও টেনে এনেছে। একজন মহিলা হয়ে অন্য মহিলাদের মর্যাদা রাখা উচিত। এই সব অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও লিখেছেন, আমার উপর অভিযোগ আনতে গিয়ে আমার বাকি কলাকুশলী এবং বচ্চন পরিবারকে টেনে আনার চেষ্টা করলেও সফল হলে না। দুবার বিয়ে করা যদি অপরাধ হয় তাহলে অপরাধ মেনে নিচ্ছি। স্বীকার করছি আমি অনেক প্রেম করেছি।”

मैं इस तरह का व्यवहार ना तो कभी करता हूँ ना तो कभी किसी क़ीमत पे बर्दाश्त करता हूँ । बाक़ी जो भी होता है देखते हैं । आपके विडीओ में ही दिख जाता है कितना सच है कितना नहीं , बाक़ी आपको बस दुआ और प्यार ।आपकी अंग्रेज़ी का जवाब हिंदी में देने के लिए माफ़ी ।
— Anurag Kashyap (@anuragkashyap72) September 19, 2020
টুইটে পায়েলকে উদ্দেশ তিনি জানিয়েছেন, কোনওদিন কোনও মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেননি পরিচালক। কেউ করলে সেটা সহ্য করেননি। টুইটারে অনুরাগ লিখেছেন, “প্রেমিকা হোক বা স্ত্রী, অথবা অভিনেত্রী এবং যেসব মহিলাদের সঙ্গে টিমে কাজ করেছি তাঁদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করিনি। কেউ করলে সেটা সহ্য করিনি। আপনার ভিডিওতেই দেখা যাচ্ছে কতটা সত্যি আর কতটা নয়। আপনার ইংরেজি টুইটের উত্তর হিন্দিতে দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী।”

বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অনুরাগ কাশ্যপ। সিএএ, ধারা ৩৭০, গণপিটুনি, নোটবন্দি প্রায় সব বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক। এদিকে পায়েল মোদি ভক্ত বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াতদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আছে। ইতিমধ্যেই অনুরাগকে গ্রেফতারের দাবি করেছেন কঙ্গনা রানাওয়াত।

আরও পড়ুন- অবসরের পর মিলবে ৩ লক্ষ টাকা, কয়েক হাজার কর্মীর চাকরি নিশ্চিত করল সরকার
