Monday, August 25, 2025

কৃষি বিল নিয়ে বিরোধিতার মধ্যেই রবিশস্যের এমএসপি বাড়ালো কেন্দ্র

Date:

সংসদে পাশ হওয়া কৃষি বিলের প্রতিবাদে যখন বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা, তখন কৃষকদের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য অনেকটাই বাড়ানোর পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। কৃষকদের আর্থিক লাভ নিশ্চিত করতে ফসলের এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাজ্যসভা যখন কৃষি বিল নিয়ে প্রতিবাদে উত্তাল, তখন সোমবার লোকসভায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই ঘোষণা করেন। তিনি জানান, ২০২০-২১ সালে রবি শস্যের জন্য যে ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হচ্ছে তাতে কৃষকরা আগের চেয়েও বেশি আর্থিক সুবিধা পাবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নতুন কৃষি বিল আইনে পরিণত হওয়ার পর এমএসপি উঠে যাবে বলে যে প্রচার শুরু হয়েছে সেটা যে অসত্য, তা বোঝাতেই এদিন এমএসপির ঘোষণা করল সরকার। পাশাপাশি কৃষকদের ক্ষোভে জল ঢালতে রবি শস্যের সহায়ক মূল্যও আগের চেয়ে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, কুইন্টাল প্রতি ৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে একাধিক রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য। যেমন, গমের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ৫০ টাকা, ছোলাতে ২৫০ টাকা, মসুর ডাল ৩০০ টাকা, সরষের দাম ২২৫ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে আগের চেয়ে অনেকটাই লাভবান হবেন কৃষকরা।

আরও পড়ুন- দুই দলীয় সাংসদের সাসপেনশনের ঘটনার তীব্র নিন্দা তৃণমূল সাংসদদের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version