Thursday, August 21, 2025

বহুদিন পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন নৃত্যশিল্পী অভিনেত্রী ইন্দ্রানী দত্ত। একটা সময় চুটিয়ে অভিনয় করেছেন টলিউডে। প্রভাত রায় পরিচালিত ‘সেদিন চৈত্র মাস’ তাঁর অন্যতম জনপ্রিয় ছবি। একসময়ের জনপ্রিয় নায়িকা ইন্দ্রানী দত্তকে এবার দেখা যাবে টেলি-সিরিয়ালে। নতুন ধারাবাহিক ‘জীবন সাথী’-তে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন :করোনা পজিটিভ কলকাতা গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা

এখন সারা বছরই নৃত্যশিল্পী নায়িকা ব্যস্ত থাকেন তার নাচের শো, স্কুল নিয়ে। ছাত্র-ছাত্রীদের নিয়ে দেশ-বিদেশে শো করেন তিনি। তবে লকডাউন এর জেরে আপাতত সে সব বন্ধ।
সে কারণেই কিনা জানা নেই তবে আপাতত টেলি সিরিয়ালে ইন্দ্রানী দত্ত হতে চলেছেন আপনার সঙ্গী। ‘জীবন সাথী’ নামে একটি ধারাবাহিক আসছে। প্রকাশ এসেছে তার প্রোমো। তাতেই দেখা গিয়েছে ইন্দ্রানী দত্তকে একটি বস্ত্র বিপণির মালকিন হিসেবে।

চরিত্রটি পুরোপুরি খলনায়িকার কিনা জানা নেই। কবে শোনা যাচ্ছে চরিত্রটি বেশ অন্যরকম।  আট ও নয়ের দশকে ইন্দ্রানী দত্ত টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছে। ‘পাপী’ ‘তুফান’ ‘সেদিন চৈত্র মাস’ ‘লড়াই’-সহ একাধিক ছবিতে তাকে দেখা গিয়েছে।নন্দিতা ও শিবপ্রসাদের বেলা শুরুতেও অভিনয় করেছেন ইন্দ্রানী। ২০১৯ সালে শান্তনু ঘোষের ‘কলকাতায় কোহিনুর’ ছবিতে অভিনয় করেছেন নায়িকা।

করেছেন হঠাত্ বৃষ্টি-সহ বহু টেলিফিল্ম। ডান্স রিয়েলিটি শোয়ের জাজ হিসাবেও তাকে দেখা গিয়েছে।সীমারেখা, লৌহ কপাট ধারাবাহিকেও একসময় অভিনয় করেছিলেন তিনি। এবার তাকে দেখা যাবে ‘জীবন সাথী’-তে। খুব তাড়াতাড়ি জি বাংলায় আসছে এই ধারাবাহিকটি। স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত ধারাবাহিকে অভিনয় করছেন সায়ন কর্মকার, শ্রাবণী ভুঁইঞা, পল্লবী শর্মা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version