দিল্লিতে দিলীপের বাড়িতে শুরু রাজ্য বিজেপির বৈঠক

আগামী বিধানসভা নির্বাচন, বাংলায় দলের রূপরেখা এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজধানীতে কতটা ঝড় তোলা যায় সে বিষয়ে আলোচনা করতেই দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে শুরু হয়েছে। বৈঠক উপস্থিত রয়েছেন শিব প্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা প্রমুখ। এদিনই সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বঙ্গ-নেতাদের সঙ্গে বৈঠক আছে এ বৈঠক চলবে দুদিন। রাজ্য নেতাদের কাছে ভোটের মুখে দল কতটা এগিয়েছে, কীভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই সব বিষয় জানতে চাইবেন বলে সূত্রের খবর। তার আগে নিজেদের মধ্যে বৈঠক সেরে নিচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্ব ৷

আরও পড়ুন-ভোট নিয়ে আজ নাড্ডার সঙ্গে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক