কৃষি বিলের বিরোধিতা: বাদল অধিবেশনে সাসপেন্ড ডেরেক, দোলা-সহ আট সাংসদ

কৃষি বিল নিয়ে বিক্ষোভের রাজ্যসভা থেকে বাকি অধিবেশনের জন্য সাসপেন্ড আট সাংসদ। তার মধ্যে বাংলা থেকে রয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। কৃষক বিরোধী আখ্যা দিয়ে কৃষি বিলের বিরোধিতা করেন তাঁরা।
ধ্বনি ভোটে কৃষি বিল পাশ হয়।

আরও পড়ুন- মক্কার কাবা মসজিদের আদলে অযোধ্যার মসজিদ তৈরির প্রস্তাব

কিন্তু সেই বিলের বিরোধিতা করে বিলের কপি ছিড়ে ফেলেন ডেরেক। এই বিষয়ে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। এর জেরে সোমবার ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ আটজনকে বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ডেড সাংসদদের মধ্যে রয়েছেন দুজন সিপিআইএম ও একজন সাংসদও।