Friday, November 7, 2025

মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত কমপক্ষে ১০

Date:

ফের মহারাষ্ট্রে বাড়ি ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। মহারাষ্ট্রের থানে এলাকার ভিওয়ান্ডিতে কাকভোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। গুরুতর জখম অবস্থায় এক শিশু-সহ এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে
পাঠানো হয়েছে।

দমকলের সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমেছে। স্থানীয় মানুষও হাত লাগিয়েছেন উদ্ধার কাজে। অনুমান করা হচ্ছে, ২০-২৫ জন আবাসিক এখনও পর্যন্ত ধ্বংসস্তুপে আটকে রয়েছে।

স্থানীয়দের বয়ান অনুসারে, আজ, সোমবার ভোর ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনার ঘটে। খবর পাওয়ামাত্র সেখানে চলে আসে এনডিআরএফ, দমকল এবং পুলিশ। দুর্ঘনার সময় ওই বহুতলটিতে ৪৫ জনের মত আবাসিক ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নারপোলির প্যাটেল কম্পাউন্ডের এই ৪০ বছর পুরনো বহুতলটিতে সেই সময়ে সব আবাসিকই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তার মধ্যেই এই বিপত্তি। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতলটি বিপজ্জনক অবস্থায় ছিল। স্থানীয় পুরসভার পক্ষ থেকে আবাসিকদের বাড়ি খালির করার জন্য দু’বার নোটিশও দেওয়া হয়। যদিও পুরসভার নোটিশে গুরুত্ব দেননি আবাসিকরা। এরপর টানা বৃষ্টির জেরেই এই আজ এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। পরে দায়িত্ব নেয় পুলিশ, দমকল ও এনডিআরএফ টিম। এখনও চলছে উদ্ধার কাজ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related articles

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...

বাংলাদেশের ‘জুলাই বিপ্লবের’ প্রাণহানির দায় কার্যত স্বীকার হাসিনার! ওড়ালেন আর্থিক দুর্নীতির অভিযোগ

বাংলাদেশের তথাকথিত জুলাই বিপ্লবের ১৫ মাস পর প্রথমবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের...

পথকুকুর নিয়ে কড়া সুপ্রিম কোর্ট: প্রশাসনকে আট সপ্তাহের সময়সীমা

পথ কুকুরদের নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধুলোর জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে...

বেটনের জৌলুস ফেরাতে উদ্যোগী BOA, ঐতিহ্যশালী টুর্নামেন্টে নেই বাংলার তিন প্রধান

শনিবার ১২৬তম বেটন কাপের(126th Beighton cup) সূচনা হবে। রাজ্যের নিজস্ব হকি স্টেডিয়ামে হবে এবার বেটন কাপ। ঐতিহ্যবাহী এই...
Exit mobile version