রাজ্যকে কাঠগড়ায় তুলে সংসদে সরব লকেট

মাত্র ৫ মিনিট সময় বরাদ্দ ছিল তাঁর জন্য। আর সেই সময়ের মধ্যেই রাজ্য সরকারকে তুলোধনা করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সংসদে গিয়ে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।

সংসদে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে মাৎস্যন্যায় চলছে। রেশনের চাল চুরি হয়ে যাচ্ছে। খাদ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে বদলি করা হচ্ছে।” ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলে সেই তথ্য গোপন করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। একইসঙ্গে এদিন সংসদে ইছাপুরের পড়ুয়া শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর কথা টেনে আনেন তিনি। à§« হাসপাতাল ঘুরে মৃত্যু হয় তাঁর। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ।

লকডাউন পর্ব থেকে রেশনে চাল চুরির অভিযোগ ওঠে। পরে খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে সরিয়ে দেয় নবান্ন। বিনামূল্যে রেশন থেকে অ্যাডভান্স সামাজিক ভাতা অ্যাকাউন্টে ট্রান্সফার এই সব কাজ আগেই করেছে রাজ্য সরকার। সংসদে গিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংসদে অন্য রাজ্যের সাংসদরা উপস্থিত থাকেন। অন্য রাজ্যের সাংসদদের সামনে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই সম্ভবত লকেট এই বিষয়গুলি নিয়ে বলেছেন।

আরও পড়ুন-BSF-এর বিশেষ বিমানে ধৃত ৬ জঙ্গিকে আজ দিল্লি নিয়ে যাচ্ছে NIA