দিল্লিতে এনআইএ-র দফতরে ৯ জঙ্গি, শুরু হয়েছে টানা জেরা

দিল্লির ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির (এনআইএ) দফতরে নিয়ে যাওয়া হয়েছে ধৃত ৯ আল কায়েদা জঙ্গিকে। এবার লাগাতর জেরা।

জঙ্গিদের জেরায় যে বিষয়টি ঊঠে আসবে তাহলো দিল্লিতে এই দলটির কোনও টার্গেট ছিল কিনা। একইসঙ্গে পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেফতারে বাকিদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রী ট্যুইট করতেই হরিবংশকে সামনে রেখে বিজেপির ‘চিত্রনাট্য’ প্রকাশ্যে

যে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে, তাহলো জঙ্গিরা বাজার থেকে চকলেট বোমার মশলা কিনত। ফলে কারওর সন্দেহ হতো না। পরে সেই মশলায় স্পিলন্টার ইত্যাদি মেশানো হতো। সেগুলিকে ব্যবহারের সুযোগ খুঁজছিল জঙ্গিরা। কিন্তু তার আগেই জালে পড়ে দলের অধিকাংশ।