Saturday, August 23, 2025

রাজ্যসভায় কৃষি বিল পেশ হওয়ার পর বিরোধী দলের কিছু সাংসদ তাঁর সঙ্গে যে অভব্য আচরণ করেছেন, তাতে তিনি গভীরভাবে মর্মাহত। এই ঘটনা সংসদ তথা ডেপুটি চেয়ারম্যানের পদমর্যাদাকে কলুষিত করার সামিল। রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠিতে একথা জানিয়ে বিরোধীদের আচরণের প্রতিবাদে আজ একদিনের অনশনে বসলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং।

মঙ্গলবার সকালে রাজ্যসভার অধিবেশন শুরুর পর ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নিজে লনে গিয়ে ধরনারত আট বিরোধী সাংসদের সঙ্গে দেখা করে তাঁদের চা পরিবেশন করেন। কিন্তু তাঁর হাত থেকে চা খেতে আপত্তি জানান সাসপেন্ড হয়ে ধরনা চালানো সাংসদরা। এরপরই জানা যায় হরিবংশ নিজেই বিক্ষোভকারী সাংসদদের আচরণের প্রতিবাদে একদিনের প্রতীকী অনশন শুরু করছেন। হরিবংশের অনশন চলবে কাল পর্যন্ত। এই বিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে কিছু সদস্যের হিংসাত্মক আচরণের প্রতিবাদে ডেপুটি চেয়ারম্যানকে অনশনে বসতে হচ্ছে। ভেঙ্কাইয়া জানান, ডেপুটি চেয়ারম্যান তাঁকে চিঠিতে লিখেছেন, যেভাবে মাইক ভেঙে, রুলবুক ছুঁড়ে, তাণ্ডব চালিয়ে তাঁকে বাধা দেওয়া হয়েছে, সেই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। কিছু সদস্যের এই আচরণে তিনি হতাশ ও মানসিক চাপে রয়েছেন। এজন্য দুদিন ঘুমোতেও পারেননি। সংসদে সাংবিধানিক চেয়ারকে অসম্মানের প্রতিবাদে তাই তিনি একদিনের অনশন শুরু করেছেন।

আরও পড়ুন-প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব ভেন্টিলেটরে, অবস্থা আশঙ্কাজনক

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version