দমদমে গেরুয়া পার্টি অফিস সবুজ করে দিলেন বিদ্রোহী আদি বিজেপি কর্মীরাই

bjp, dumdum bjp, party office

বঙ্গ বিজেপির “পোস্টার বয়” প্রয়াত তপন শিকদারের আমল থেকেই দমদম বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেই দমদমেই এবার গেরুয়া শিবিরে চরম গোষ্ঠীদ্বন্দ্ব। মূলত, আদি আর নব্য বিজেপির অন্তর্কলহে জেরবার দমদমের গেরুয়া শিবির।

দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবার সরব হলেন দমদমের বিজেপি কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, দলীয় পদ অর্থের বিনিময়ে অন্য দল থেকে আসা লোকদের তুলে দিচ্ছে বর্তমান নেতৃত্ব। পুরনো কর্মীদের বঞ্চনা করে অর্থের জন্য জেলা সভাপতি কিশোর কর অন্য দল থেকে আগতদের রাতের অন্ধকারে পদে বসাচ্ছেন। এরই প্রতিবাদে আজ, বুধবার দমদমের ছাতাকলে দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয় পুরনো বিজেপি কর্মীরা। এমনকি দলীয় পোস্টার ও ফ্ল্যাগ খুলে ফেলে দেন তাঁরা। গেরুয়া পদ্মকে সবুজ করে দেন তাঁরা। শুধু তাই নয়, ১৯৯২ সাল থেকে দমদম ছাতাকলে অবস্থিত বিজেপির পার্টি অফিসের গেরুয়া রঙের পরিবর্তে সবুজ করে দেওয়া হয়।

আদি বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, তপন শিকদারদের দেখে বিজেপি করতেন তাঁরা। কিন্তু বর্তমান বিজেপি অর্থের বিজেপি হয়ে গেছে। তাই এই প্রতিবাদ।

আরও পড়ুন-নবান্ন অভিযান, বিডিও অফিস ঘেরাও সহ পুজোর মাসে একাধিক কর্মসূচি বিজেপির

Previous articleনবান্ন অভিযান, বিডিও অফিস ঘেরাও সহ পুজোর মাসে একাধিক কর্মসূচি বিজেপির
Next articleBreaking: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ১৬ ডিসেম্বরের মধ্যে মেটানোর নির্দেশ দিল স্যাট