Monday, November 3, 2025

দীপিকার পর মাদকযোগে দিয়া-সোনাক্ষীকে তলবের প্রস্তুতি এনসিবি-র

Date:

সুশান্ত রাজপুতের মৃত্যুর পর একের পর এক তথ্য সামনে আসছে। জানা গিয়েছে মাদকযোগে এবার জিজ্ঞাসাবাদ করতে অভিনেত্রী দিয়া মির্জা এবং সোনাক্ষী সিনহাকে তলব করতে পারে এনসিবি। এর আগেই জিজ্ঞাসাবাদের জন্য দীপিকাকে সমন পাঠানো হবে বলে শোনা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে তাঁর নাম উঠে আসে।

মাদক পাচারকারী অঙ্কুশ আর অনুজ কেশওয়ানিকে জেরার সময়ই দিয়ার নাম উঠে এসেছে বলে জানিয়েছেন এনসিবি তদন্তকারীরা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ২০১৯ সাল থেকেই চলছে এই মাদক আদানপ্রদানের কাজ। মাদকযোগে দিয়ার নাম উঠে আসায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘‘কুঅভিসন্ধি নিয়ে আমার বিরুদ্ধে মাদক সেবন ও জোগাড় করার অভিযোগ করা হচ্ছে। এই ধরনের অভিযোগ আমার কেরিয়ারে খারাপ প্রভাব ফেলতে পারে। যা আমি অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করে তৈরি করেছি।’’ অভিনেত্রী দীপিকা পাডুকোনের পাশাপাশি মাদকযোগের ঘটনায় নাম জড়িয়েছে সারা আলি খান, রকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরের। সূত্রের খবর, চলতি সপ্তাহে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাবে সিবিআই। দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন পাঠিয়েছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। এই মামলায় ফের তলব করা হয়েছে সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদিকে। জিজ্ঞাসাবাদের জন্য আজ, বুধবার তলব করা হয়েছে প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে।

মাদকযোগের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছিল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। ৯ সেপ্টেম্বর বাইকুল্লা জেলে পাঠানো হয় সুশান্তের প্রাক্তন বান্ধবীকে। পরপর দু’বার জামিনের আবেদন করলেও, তা খারিজ করে দেয় আদালত। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আদালতের নির্দেশে ফের রিয়ার জেলে থাকার মেয়াদ বেড়েছে। একইসঙ্গে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী সহ ৬ জনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদও বেড়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত রিয়াকে থাকতে হবে বাইকুল্লা জেলে।

আরও পড়ুন-মাদক মামলায় নাম উঠে এলো দীপিকার! সমন পাঠাচ্ছে NCB

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version