Friday, August 22, 2025

ভোটের লক্ষ্য স্থির করতে নাড্ডার সঙ্গে বাংলার বিজেপি নেতাদের বৈঠক

Date:

বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠক। আজ বাংলার সাংসদদের সঙ্গে নাড্ডার বৈঠকেরও কথা রয়েছে।

এই নিয়ে টানা তিনদিন বৈঠক করলেন বাংলার বিজেপি নেতৃত্ব৷ বিগত দুদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিল্লির বাসভবনেই বৈঠক হয়। আলোচনার মূল বিষয় অবশ্যই রাজ্যের আগামী বিধানসভা ভোট। সেই সঙ্গে কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে আন্দোলন করা হবে, সে নিয়ে কথা হয়। কেন্দ্রের অনুদান কাজে না লাগানো, রাজ্যে জঙ্গিদের ডেরা, পুলিশে রাজনীতিকরণ, উন্নয়নে ব্যর্থতা সহ নানা বিষয়কে সামনে রাখা হবে বলে জানানো হয়েছে।

গোষ্ঠীদ্বন্দ্ব হলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত যেমন এই বৈঠকে হয়েছে, পাশাপাশি ব্যক্তিগত কোনও কেলেঙ্কারিতে যাতে কেউ না জড়িয়ে পড়েন, সে নিয়ে সতর্ক করা হয়েছে।

এইসব বিষয়গুলির দিকে নজর দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গের জেলায় বিজেপির ৬০টির বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। শাসক দলের মাজা ভেঙে গিয়েছে। এই সময়েই আঘাত করতে হবে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে আজ এ নিয়েই নিজেদের বক্তব্য জানাবেন নেতৃত্ব। বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও রয়েছেন দিল্লির পক্ষে শিব প্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাশ বিজয়বর্গী, রাহুল সিনহা ও মুকুল রায়।

আরও পড়ুন-‘রাজ্যে অবাধ ভোটের পরিস্থিতি নেই’, অমিত শাহকে দিলীপ ঘোষের চিঠি

Related articles

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২২ অগাস্ট (শুক্রবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৯৪৫ ₹ ৯৯৪৫০ ₹ খুচরো পাকা সোনা ৯৯৯৫...

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...
Exit mobile version