Saturday, November 1, 2025

ভোটের লক্ষ্য স্থির করতে নাড্ডার সঙ্গে বাংলার বিজেপি নেতাদের বৈঠক

Date:

বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠক। আজ বাংলার সাংসদদের সঙ্গে নাড্ডার বৈঠকেরও কথা রয়েছে।

এই নিয়ে টানা তিনদিন বৈঠক করলেন বাংলার বিজেপি নেতৃত্ব৷ বিগত দুদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিল্লির বাসভবনেই বৈঠক হয়। আলোচনার মূল বিষয় অবশ্যই রাজ্যের আগামী বিধানসভা ভোট। সেই সঙ্গে কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে আন্দোলন করা হবে, সে নিয়ে কথা হয়। কেন্দ্রের অনুদান কাজে না লাগানো, রাজ্যে জঙ্গিদের ডেরা, পুলিশে রাজনীতিকরণ, উন্নয়নে ব্যর্থতা সহ নানা বিষয়কে সামনে রাখা হবে বলে জানানো হয়েছে।

গোষ্ঠীদ্বন্দ্ব হলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত যেমন এই বৈঠকে হয়েছে, পাশাপাশি ব্যক্তিগত কোনও কেলেঙ্কারিতে যাতে কেউ না জড়িয়ে পড়েন, সে নিয়ে সতর্ক করা হয়েছে।

এইসব বিষয়গুলির দিকে নজর দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গের জেলায় বিজেপির ৬০টির বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। শাসক দলের মাজা ভেঙে গিয়েছে। এই সময়েই আঘাত করতে হবে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে আজ এ নিয়েই নিজেদের বক্তব্য জানাবেন নেতৃত্ব। বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও রয়েছেন দিল্লির পক্ষে শিব প্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাশ বিজয়বর্গী, রাহুল সিনহা ও মুকুল রায়।

আরও পড়ুন-‘রাজ্যে অবাধ ভোটের পরিস্থিতি নেই’, অমিত শাহকে দিলীপ ঘোষের চিঠি

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...
Exit mobile version