Monday, November 3, 2025

একমাত্র সুশান্ত মাদক নিতেন, জামিনের আবেদন জানিয়ে দাবি রিয়ার

Date:

ফের জামিনের আবেদন করলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এর আগে দু’বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এদিন ৪৭ পাতার জামিনের আবেদনে রিয়া দাবি করেছেন, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তদন্ত করলেও তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাঁর আরও দাবি, একমাত্র সুশান্ত মাদক নিতেন। নিজের মাদকের নেশা বজায় রাখার জন্য সবাইকে ব্যবহার করতেন সুশান্ত।

আরও পড়ুন- ৩০০ কর্মীবিশিষ্ট সংস্থায় অনুমতি ছাড়াই ছাঁটাই, সংসদে পাশ শ্রম বিল

আজ, বুধবার বোম্বে হাই কোর্টে সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মুম্বইতে প্রবল বৃষ্টির ফলে এদিনের শুনানি বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে রিয়া ও তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদনের শুনানি হবে। মাদক যোগের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবার, ৬ অক্টোবর পর্যন্ত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের সীমা বাড়ানো হয়েছে। তারপরেই জামিনের আবেদন করেছেন তিনি।

জামিনে রিয়া জানান, “কেবল সুশান্ত সিং রাজপুত মাদক নিতেন। তিনি নিজের কর্মচারীদের মাদক আনার জন্য ব্যবহার করতেন।’’ একইসঙ্গে রিয়া এবং সৌভিককে ব্যবহার করা হতো বলেও অভিযোগ অভিনেত্রীর। তাঁর বক্তব্য ‘‘ সুশান্ত নিজে কোনও লেনদেন করতেন না। এটা খুবই দুর্ভাগ্যজনক যে সুশান্ত নিজের নেশা বজায় রাখার জন্য অন্যদের ব্যবহার করতেন। জানাজানি হলে অন্যরা যাতে অভিযুক্ত হয়, সেই ব্যবস্থা করে রেখেছে। যদি আজ সুশান্ত বেঁচে থাকতেন তাহলে তাঁকেও হয়ত মাদক নেওয়ার অপরাধে গ্রেফতার করা হতো।’’

জামিনের আবেদনে রিয়া উল্লেখ করেছেন, ‘‘তাঁদের সম্পর্কের শুরুতে সুশান্তের এই অভ্যেস ছিল না। কিন্তু কেদারনাথ ছবির শুটিং করতে গিয়ে সিগারেটের মধ্যে গাঁজা মিশিয়ে খাওয়ারে অভ্যেস হয়েছিল তাঁর। মৃত্যুর ৩ দিন আগেও রাঁধুনি নীরজকে গাঁজার জয়েন্ট বানিয়ে তাঁর বেডরুমে রেখে দেওয়ার কথা বলেছিলেন সুশান্ত। নীরজ সিবিআই ও মুম্বই পুলিশকে জানিয়েছেন, তিনি অনেক জয়েন্ট বানিয়ে সুশান্তের ঘরে একটি বাক্সের মধ্যে রেখে দিয়েছিলেন। সুশান্তের মৃত্যুর পর সেই বাক্স ফাঁকা পাওয়া যায়। সুশান্ত একাই নিজের ফ্ল্যাটে ছিলেন।’’ তাহলে কে খেলেন? প্রশ্ন রিয়ার।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version