Wednesday, November 5, 2025

ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল কেনার সময় নির্মাতা ফরাসি সংস্থা দাসো যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা এখন মানছে না বলে অভিযোগ করল ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি। সিএজি-র অভিযোগ, ২০১৫ সালে ৩৬ টি রাফাল কেনার প্রস্তাব দেওয়ার সময় ভারত সরকারকে দাসো প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, তাদের উন্নত প্রযুক্তির ৩০ শতাংশ তারা প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় থাকা গবেষণা সংস্থা ডিআরডিও-র হাতে তুলে দেবে। কিন্তু রাফাল বিক্রির পর এখন তারা প্রতিশ্রুতিমত উন্নত প্রযুক্তি ডিআরডিওকে আর দিতে চাইছে না।

প্রসঙ্গত, রাফাল ফাইটার জেট নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছিল ভারতের। তার মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফাল চলে এসেছে দেশে। কিন্তু রাফাল নির্মাতা দাসো চুক্তির শর্ত এখনও পুরোপুরি পালন করেনি বলে এবার অভিযোগ তুলল দেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল।

বুধবার সংসদের বাদল অধিবেশনে সিএজি-র তরফে জানানো হয়, দাসো অ্যাভিয়েশন ও এমবিডিএ চুক্তি করেছিল যে রাফাল যুদ্ধবিমানের পাশাপাশি উন্নত প্রযুক্তি দিয়েও সাহায্য করা হবে ভারতের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ডিআরডিও)। কিন্তু সেই চুক্তির শর্ত তারা পালন করেনি। সিএজি-র অভিযোগ, দাসো বলেছিল যুদ্ধাস্ত্র তৈরির প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও অন্যান্য প্রযুক্তিগত সুবিধা দিয়ে নানা সময় ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থাকে সাহায্য করবে। কিন্তু রাফাল চুক্তির পরে এখন ফরাসি সংস্থা দাসোর সেই দায়বদ্ধতা আর দেখা যাচ্ছে না, যা চুক্তি ভঙ্গের সামিল। সিএজি এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রককে আরও সক্রিয় হয়ে হস্তক্ষেপের পরামর্শ দিয়েছে। ঘটনাচক্রে এই রাফাল চুক্তি নিয়ে শুরু থেকে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version