Wednesday, August 27, 2025

বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা, গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী

Date:

পুলিশের গুলিতে মৃত কৃষ্ণাঙ্গ মহিলার মৃত্যুতে, পুলিশের বিরুদ্ধে কোনও চার্জ গঠনই হলো না আদালতে। প্রতিবাদে স্থানীয় সময় বুধবার রাতে ফের আন্দোলনে উত্তাল আমেরিকার লুইসভিল এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ পুলিশকর্মীর।

গত ১৩ মার্চ রাতে কৃষ্ণাঙ্গ মহিলা স্বাস্থ্যকর্মী ব্রেয়োন্না টেলরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওইসময় পুলিশের চালানো গুলিতে মৃত্যু হয় তাঁর। যদিও পুলিশের দাবি, তল্লাশির সময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন টেলরের প্রেমিক। তাই আত্মরক্ষার খাতিরে পাল্টা গুলি চালানো হয়েছিল। তাদের সেই দাবিতে শিলমোহর দেয় গ্র্যান্ড জুরিও। এরপরই ক্ষেপে ওঠে টেলরের পরিবার। পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন কৃষ্ণাঙ্গ নাগরিকরা। কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়। চলে ভাঙচুরও। বাধা দিতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে আন্দোলনকারীদের। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশকর্মী। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। লুইসভিল পুলিশ সূত্রে খবর, একজনকে গ্রেফতার করা হয়েছে।

রায়কে ‘অবমাননাকর’ বলে উল্লেখ করেন মৃতের আইনজীবী ব্রেন কাম্প। গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লুইসভিলের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমরা যৌথভাবে কাজ করতে রাজি।

আরও পড়ুন- ভারতের হাতে নতুন মিসাইল, ৩ কিলোমিটারের মধ্যে চলমান বস্তু ধ্বংস করতে সক্ষম

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version