Thursday, August 21, 2025

বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। তবে, এই স্কিমের মেয়াদ ফুরিয়ে যাবে এই মাসের শেষেই।
রান্নার গ্যাস নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি মধ্যবিত্তকে। কখনও গ্যাসের দাম বাড়ছে, তো কখনও কমছে। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৩ মাস সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস দিয়েছিল মোদি সরকার। পরবর্তীতে এপ্রিল মাস থেকে বিনামূল্যে রান্নার গ্যাসের মেয়াদ বাড়ানো হয়েছিল সেপ্টেম্বর পর্যন্ত। এরই মধ্যে স্বল্প সময়ের জন্য এল আরও এক সুখবর।
একেবারে নিখরচায় এলপিজি সংযোগ নিতে চাইলে, আবেদন জানাতে পারেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা পিএমইউওয়াই-তে। তবে স্কিমটি সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পে আবেদন জানানো যাবে।

মূলত, মহিলাদের জন্য এই প্রকল্পটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের জন্য নিখরচায় রান্নার গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বিপিএল পরিবারভুক্ত মহিলারা উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারেন।

কীভাবে আবেদন জানাবেন?

• প্রথমে যেতে হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইট pmujjwalayojana.com-এ।

• যে পাতাটি খুলবে, সেখানে ‘ডাউনলোড ফর্ম’ অপশনটি ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে হবে।

• ফর্মটি ফিলআপ করে কাছের কোনো গ্যাস এজেন্সিতে তা জমা করতে হবে।

• ফর্মের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা দিতে হবে।

• ফর্ম এবং নথিগুলি যাচাইয়ের পর যোগ্য হিসেবে বিবেচিত হলে সংযোগ পাওয়া যাবে।
২০১৬ সালে প্রথম উত্তরপ্রদেশের বালিয়ায় চালু হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। নিরাপদ জ্বালানি সরবরাহ করে নারী এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা দিতে চালু করা হয়েছিল এই প্রকল্প। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৭১৯টি জেলায় ৮ কোটির বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version