Tuesday, November 11, 2025

স্ত্রী’র নাম তুলে বিরাটকে অশালীন কথা গাভাসকরের, কড়া জবাব দিলেন অনুষ্কা

Date:

গাভাসকরের মুখ থেকে এমন কথা বেরিয়ে আসবে, এটা আশা করেননি কেউই৷

কিন্তু এমনই হয়েছে৷

IPL-এর ধারাভাষ্য দেওয়ার সময়ই বৃহস্পতিবার নাম করে বিরাট কোহালিকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।

বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকে যুক্ত করে ওই আক্রমণের ভাষা ছিলো একদমই ইঙ্গিতপূর্ণ অশালীন৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মুখে পড়েন গাভাসকর৷ ওই মন্তব্যের তীব্র নিন্দা প্রত্যেকেই৷

বিরাট চুপ থাকলেও,শুক্রবার গাভাসকরের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা।
শুক্রবার মুখ খুললেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে লিখেছেন, “মিস্টার গাভাসকর আপনার মন্তব্য অত্যন্ত কুরুচিকর। আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দায়ী করার মতো ভাবনা আপনি কী করে ভাবলেন? আমি নিশ্চিত, ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চিরকাল সম্মানই করে এসেছেন।’’

কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে বিরাট কোহালি পর পর দু’বার লোকেশ রাহুলের ক্যাচ মিস করেন। ব্যাট করতে নেমেও মাত্র ১ রানে ফিরে যান। সেই সময় কমেন্ট্রি বক্সে বসে টিভিতে ধারাভাষ্য দিচ্ছিলেন গাভাসকর। তাঁকে বলতে শোনা যায়, ‘‘এই যে লকডাউন ছিল, সেই সময় বিরাট শুধুই অনুষ্কার বোলিংই অনুশীলন করেছে। ওই ভিডিওটা দেখেছি, ওতে কিছু হওয়ার নয়।’’ এই মন্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন নেটিজেনরা। কমেন্ট্রি প্যানেল থেকে গাভাসকরকে বাদ দেওয়ার জন্য BCCI-এর কাছে আবেদন পর্যন্ত জানিয়েছেন অনেকে।
তবে নিজের মন্তব্য এবং অনুষ্কার কড়া জবাবের পরেও গাভাসকর এখনও নীরব।

আরও পড়ুন- বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা, গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version