বিজেপির সদ্য নিযুক্ত জাতীয় অন্যতম সম্পাদক অনুপম হাজরা রবিবার বলেছেন,” আমার করোনা পজিটিভ হলে আমি মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরব।”

আরও পড়ুন-রাহুলকে মুকুলের ‘পুল্টিস’– উনি বাংলার মুখ! ফুঁসছেন অপমানিত রাহুল শিবির
এই বিকৃতরুচির কথাকে ঘিরে সর্বত্র ধিক্কার চলছে।
তার মধ্যেই অনুপমকে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার দাবিতে শিলিগুড়িতে পুলিশের দ্বারস্থ হয়েছেন মুকুল বৈরাগ্য। তিনি তৃণমূলের উদ্বাস্তু সেলের চেয়ারম্যান। তিনি নমঃশূদ্র বিকাশ পরিষদের নেতাও বটে।
সদলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।