Thursday, August 21, 2025

“রাজ্যে নৈরাজ্য ছাড়া কী চলছে?” ফের সরকারকে তীব্র আক্রমণ রাজ্যপালের

Date:

মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করে সাংবিধানিক দায়িত্ব মনে করান রাজ্যপাল। শুধু তাই নয়, রাজ্যকে হীরক রাজ্যের সঙ্গে তুলনা করে তিনি প্রশ্ন তোলেন, “রাজ্যে নৈরাজ্য ছাড়া কী চলছে?”

রাজ্যপালের মতে নজরদারি চলছে সব ক্ষেত্রে। ইলেকট্রনিক নজরদারি বাড়ছে রাজ্যে। বাণিজ্য সম্মেলন, গণ বণ্টন ব্যবস্থা নিয়ে তথ্য চেয়েও পাননি। মানুষ যাতে তথ্য জানতে না পারে, সেজন্য উপেক্ষা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী কোনও প্রশ্নেরই জবাব দেন না বলে অভিযোগ করেন রাজ্যপাল। “মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রশ্নের জবাব দেন না, কোথায় আমরা যাচ্ছি।”

“ক্ষমতার অলিন্দে হার্মাদদের অনুপ্রবেশ বন্ধ করুন” বলে মন্তব্য করেন ধনকড়। পুলিশ নিজের ভূমিকা পালন করতে পারছে না। তিনি বলেন, গণতন্ত্র ও পুলিশ-রাজ একসঙ্গে চলতে পারে না। সরকার পুলিশের উপর নির্ভরশীল, এটা স্পষ্ট হয়ে গিয়েছে।

ডিজিপি-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন জগদীপ ধনকড়। এর আগেও টুইটে বীরেন্দ্রের বিরুদ্ধে ‘অসম্মানজনক’ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তার জবাবে ৯ পাতার চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। সোমবার, সাংবাদিক বৈঠকেও বীরেন বিরুদ্ধে অভিযোগ করেন রাজ্যপাল। তিনি বলেন, ডিজির এত ঔদ্ধত্য, বিশ্বাস করা যাচ্ছে না। ধনকড়ের অভিযোগ, রাজ্য পুলিশের ডিজি এত দায়িত্বজ্ঞানহীন হতে পারেন কী করে? ডিজিকে আড়াল করার চেষ্টার মধ্যেই স্পষ্ট।

এরপরেই রাজনৈতিক প্রতিপক্ষদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ। বিরোধীদের উপর আক্রমণ, সিন্ডিকেট রাজ চলছে।

রাজ্যপালের ভূমিকা কী হবে, বলা আছে সংবিধানে। ভারতীয় সংবিধানে কেউ সর্বশক্তিমান নয় বলে মন্তব্য করে রাজ্যপাল বলেন, সংবিধানে সবপক্ষের সমতা বজায় রাখা হয়েছে।

তিনি বলেন, “আমি কারও কোনও রাবার স্ট্যাম্প নই। আমি আমার এক্তিয়ারের সীমা কখনও পার করিনি”।
কিন্তু বারবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপালের তীব্র সমালোচনা নিয়ে তুমুল আলোচনা রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন-রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষদের চাপে রাখতে কৌশলী চাল মুকুল রায় শিবিরের

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version