Saturday, January 10, 2026

সুশান্ত মৃত্যুর তদন্ত জারি আছে, বিবৃতি দিয়ে জানাল সিবিআই

Date:

Share post:

আত্মহত্যা না কি খুন? সুশান্তের মৃত্যুর পর বারবার উঠে এসেছে এই প্রশ্ন। মৃত্যুর কিনারা করতে তদন্তভার নিয়েছে সিবিআই। কিন্তু সিবিআই থেকে গোটা মামলা এখন সরে গিয়েছে এনসিবির দিকে। বলিউডের মাদকযোগই বারবার সামনে আসছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুশান্তের পরিবারের ‌আইনজীবী থেকে পরিবারের সদস্যরা। সুশান্তের মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট কেন এখনও প্রকাশ্যে আনছে না সিবিআই? এই প্রশ্নও উঠেছে।

এই নিয়ে সোমবার অবশেষে মুখ খুলল সিবিআই। এদিন বিবৃতি জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ‘‘পেশাদার ভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আজকের তারিখ পর্যন্ত কোনওরকম সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হয়নি। তদন্ত জারি রয়েছে।’’

গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। প্রাথমিকভাবে এই মৃত্যুর তদন্তভার গ্রহণ করে মুম্বই পুলিশ। এরপর অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তে বাবা কে কে সিং। বিহারের সরকারের সুপারিশ মেনে এই মৃত্যুর তদন্তভার নেয় সিবিআই। এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে যায় মাদকযোগের বিষয়টিও। তদন্ত শুরু করে এনসিবি। মাদকযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে। আর এই তদন্ত শুরু হওয়ার পরই সিবিআই তদন্তের বিষয় অনেক কিছু জানা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার। সিবিআই তদন্ত কতদূর এগলো তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: পার্টির সত্যতা নিশ্চিত হতেই শহরে পরিচালক, এবার কি এনসিবি-র নজরে করণ?

 

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...