৪৮ বছরের পুরোনো হীরে খুঁজে পেলেন দুই বন্ধু

কাঁচ ভেবে কুড়িয়ে রেখেছিলেন ব্যাগে। কিন্তু পরে জানতে পারলেন, সেটি একটি মূল্যবান হীরে। ঘটনাটি ঘটেছে পেশায় ব্যাঙ্ক ম্যানেজার কেভিন কিনদারের সঙ্গে।
আমেরিকার বাসিন্দা কেভিন তাঁর বন্ধু হলিডের সঙ্গে, কেটার অফ ডায়মন্ড নামে একটি পার্কে ঘুরতে গিয়েছিলেন। ঘুরতে ঘুরতে একটি কাচের টুকরো দেখতে পাযন তিনি। টুকরোটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে তিনি বুঝতে পারেন, সেটি খুবই উজ্জ্বল। আর তাই সেটিকে তিনি ব্যাগে ঢুকিয়ে রাখেন।
তিনি ওই কাঁচের টুকরোটি গবেষণার জন্য একটি গবেষণাগারে দেন। তারপরই বেরিয়ে আসে আসল সত্য। জানা যায়, এটি কোন কাঁচের টুকরো নয়, এটি একটি মূল্যবান হীরে। এটি একটি ৯.৭ ক্যারেটের হীরা। এমনকি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই হীরাটি ৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম হীরা। ১৯৭৫ সালে এই হীরেটি খুঁজে পেয়েছিলেন দুই বন্ধু কিনারড ও ফ্রেন্ডশিপ। তারপর এই হীরেটির নামকরণ করা হয় কিনারড ফ্রেন্ডশিপ।

আরও পড়ুন-নতুন ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশনের নিয়মে পরিবর্তন আনছে কেন্দ্র
কথায় আছে উপরওয়ালা যব দেতা হ্যায়, তো ছাপ্পড় ফারকে দেতা হ্যায়। কথাটি যে কতটা সত্যি, তা এই ঘটনার পরেই স্পষ্ট।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleট্রায়াল শেষ না করেই বেআইনিভাবে হাজার হাজার মানুষকে করোনার টিকা দিচ্ছে চিন!