Friday, December 19, 2025

সেমিফাইনাল নয়, একেবারে ফাইনাল: বাংলায় এখন কোনও উপনির্বাচন হচ্ছে না

Date:

Share post:

সেমিফাইনাল নয়, একেবারেই ফাইনাল ম্যাচ হবে। জাতীয় নির্বাচন কমিশন এখন বাংলায় কোনও উপনির্বাচন না করানোর সিদ্ধান্ত নেওয়ার পর রাজনৈতিক দলগুলি বিধানসভা ভোটের আগে জনমত যাচাই করার আর কোনও সুযোগ পাচ্ছে না। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, বাংলার ফাঁকা বিধানসভা আসনগুলিতে এই মুহূর্তে আর ভোট হচ্ছে না। এমনিতেই সামনের বছর বিধানসভা নির্বাচন। তাই যা হওয়ার একবারেই হবে। কোভিড মহামারি পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, বিহারে বিধানসভা ভোটের দিন ঘোষণার পরেই বাংলার রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছিল, এখানে বিধানসভার উপনির্বাচন কবে হবে। কিন্তু মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, বাংলার ক্ষেত্রে এখন আর উপনির্বাচন নয়, পরের বছর একেবারে বিধানসভা ভোট হবে।
বাংলার সঙ্গে আগামী বছর অসম ও কেরলেও বিধানসভা ভোট রয়েছে। সেখানকার আসনগুলিতেও উপনির্বাচন হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, যেহেতু এই রাজ্যগুলিতে ছ’মাসের মধ্যে ভোট রয়েছে তাই এখন আর কোভিড পরিস্থিতিতে উপনির্বাচন হচ্ছে না।

পশ্চিমবঙ্গে ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু হয়েছে প্রায় এক বছর হতে চলল। ওই কেন্দ্রের উপনির্বাচন বকেয়া ছিল। মহামারির সময়ে বাংলায় আরও তিন বিধায়কের মৃত্যু হয়েছে। ফলতা ও এগরার বিধায়ক তমোনাশ ঘোষ ও সমরেশ দাসের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। অন্যদিকে, সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যু হয়েছে দু’মাস আগে। ফলে চারটি বিধানসভা আসন এখন ফাঁকা।

 

আরও পড়ুন-কৃষি আইন নিয়ে বারবার বিরোধীদের আক্রমণ, মোদি বুঝিয়ে দিলেন রাতের ঘুম উড়েছে

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...