Wednesday, November 5, 2025

বিচিত্র কারণে ট্রেনের ভাড়া ফের বাড়তে পারে, টিকিটে বসবে লেভি

Date:

বিচিত্র সব কারণ খুঁজে বার করে ট্রেনের ভাড়া বাড়াতে চাইছে কেন্দ্র ৷

করোনার দাপটে বিধ্বস্ত দেশবাসী৷ লকডাউনের জেরে মানুষের হাতে পয়সা নেই৷ হাজারো কলকারখানায় উৎপাদন থেমে যাওয়ায় কর্মহীন হয়েছেন লাখ লাখ মানুষ৷

আর তারই মাঝে ট্রেনের ভাড়া বাড়ানোর ছক কষছে কেন্দ্র৷ রেলমন্ত্রক সূত্রের খবর, নতুন করে নির্মাণ করা হয়েছে যে সব স্টেশন এবং যে সমস্ত স্টেশনে উন্নয়নের কাজ হয়েছে, সেখানে ট্রেনের ভাড়া বাড়তে পারে। এই ধরনের স্টেশন ব্যবহার করছেন যেসব যাত্রী, তাঁদের পকেট কাটতে চলেছে নরেন্দ্র মোদির সরকার৷ টিকিটের দাম থেকে আসা বাড়তি অর্থ থেকেই বাকি স্টেশনগুলির উন্নয়নের খরচ তোলা হতে পারে বলে সূত্রের দাবি।

জানা গিয়েছে, ট্রেনের ভাড়া সম্ভবত ১০ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়তে পারে। এসি ফার্স্টক্লাস প্যাসেঞ্জারদের জন্য এই ভাড়া বাড়তে পারে। রেলসূত্রের খবর, যে সমস্ত স্টেশন ঝাঁ চকচকে হয়েছে ও যেখানে ভিড় প্রচুর পরিমাণে হয়, সেখানেই এমন ভাড়া বৃদ্ধি হতে পারে। দেশের এমন প্রায় ৭ হাজার স্টেশন রয়েছে, যেখানে ভাড়া বাড়তে পারে৷ অতীতে উন্নয়নের খরচ তোলার জন্য বিমান যাত্রীদের ওপর লেভি ধার্য করা হতো। এবার রেলযাত্রীদের ওপর সেই একই কোপ পড়তে চলেছে। রেল সূত্রের দাবি,
খুব অল্প হারে টিকিটের দাম বাড়বে। সাধারণ মানুষের ওপর আর্থিক কোপ ফেলবে না। মন্ত্রকের সাফাই, স্টেশনের উন্নতি না হলে যাত্রীরাই সমস্যায় পড়বেন। তাই এই ভাড়া বৃদ্ধি একান্তই প্রয়োজনীয়৷ ভাড়ার এই বাড়তি অর্থ থেকেই স্টেশনের উন্নয়নের কাজ হবে। মন্ত্রকের দাবি, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই পদক্ষেপ করবে রেল।

আরও পড়ুন : বন্যার আশঙ্কায় বাংলো ছাড়ার নোটিশ পেলেন এন চন্দ্রবাবু নাইডু

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version