Tuesday, November 11, 2025

গত ১২ মার্চ, ব্যবসার কাজে চিনে গিয়েছিলেন কলকাতার লিটন স্ট্রিটের ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ। চিনে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। আচমকাই লকডাউন ঘোষিত হয় ভারতে। ফলে তিনি কোনওভাবেই ফিরতে পারেননি দেশে। ভারতে মে মাসের শেষে লকডাউন উঠে গেলেও, ততদিনে জমানো টাকার পরিমাণ অনেকটাই কমে এসেছিল ৫৫ বছরের বেনিয়াপুকুরের বাসিন্দার।

পরিবার সূত্রে খবর, গত ২৮ অগাস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইমতিয়াজ আহমেদ। তাঁকে ভর্তি করা হয়, সেদেশেরই একটি হাসপাতালে। পরিবারের তরফেই তাঁর চিকিৎসার খরচ পাঠানো হচ্ছিল। কিন্তু গত ১২ সেপ্টেম্বর, চিনে নিযুক্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ব্যবসায়ীর পরিবারের কাছে একটি ইমেল আসে। ইমেলের মাধ্যমে তাঁরা জানতে পারেন ভিনদেশেই মৃত্যু হয়েছে ইমতিয়াজ আহমেদের।
অগত্যা দেহ নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু করে পরিবার। কিন্তু পরিবার সূত্রে খবর, চিন থেকে দেহ আনতে লাগবে ৮ থেকে ১০ লক্ষ টাকা। এতদিনে চিকিৎসা বাবদ কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে তাঁদের। এরপরে আবার এত টাকা খরচ করার মত সামর্থ তাঁদের নেই বলেই জানিয়েছে মৃতের পরিবার। এমত অবস্থায় চিনেই দেহ সৎকারের আবেদন জানান তাঁরা। কিন্তু কোনও কারণবশত, সেটাও সম্ভব নয় বলেই জানা গেছে। তাঁদের সঙ্গে চিনের ভারতীয় দূতাবাসের সর্বক্ষণ যোগাযোগ রয়েছে। দ্রুত যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।

আরও পড়ুন : বিচিত্র কারণে ট্রেনের ভাড়া ফের বাড়তে পারে, টিকিটে বসবে লেভি

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version