Wednesday, November 12, 2025

করোনা নিয়ে ‘বন্ধু’ ভারতকে চিনের সঙ্গে এক পংক্তিভুক্ত করলেন ট্রাম্প!

Date:

এ কী বললেন ডোনাল্ড ট্রাম্প! করোনা মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে চিনের সঙ্গে ভারতকেও এক বন্ধনীতে ফেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, করোনায় মৃতদের প্রকৃত সংখ্যা জানাচ্ছে না চিন,ভারত। রাশিয়াকেও এনিয়ে দুষলেন তিনি। আর ট্রাম্পকে বরাবরের ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ করেন বাইডেন। প্রশ্ন তোলেন, মার্কিন মুলুকে ৭০ লক্ষ করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে। তার জবাবে ভারতকেও চিনের সঙ্গে এক পংক্তিতে উল্লেখ করায় নয়াদিল্লির অস্বস্তি বাড়বে বলেই মত পর্যবেক্ষকদের।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প-বাইডেন। ক্লিভল্যান্ডের এই সভায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৭০ লক্ষ করোনা আক্রান্তের সংখ্যা তুলে ট্রাম্পকে সরাসরি মিথ্যেবাদী বলে কটাক্ষ করে বাইডেন বলেন, উনি যা বলেন, সবই মিথ্যা। এখানে অবশ্য আমি ওঁর মিথ্যের উদাহরণ দিতে আসিনি। সবাই জানেন উনি মিথ্যুক। এর জবাবে চিন, ভারত ও রাশিয়ার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, সংখ্যার কথা বলছেন? আপনি জানেন না চিনে কত লোক মারা গিয়েছে। রাশিয়ায় কত মৃত্যু হয়েছে বা ভারতে কত জন করোনায় মারা গিয়েছেন। ওরা কখনও (ভারত-চিন-রাশিয়া) প্রকৃত সংখ্যা জানায় না।

করোনাভাইরাসের তথ্যগোপন থেকে উহানের ল্যাবে ভাইরাস তৈরির মত মারাত্মক অভিযোগ চিনের বিরুদ্ধে আগেও তুলেছেন ট্রাম্প। কিন্তু এদিন সংখ্যা নিয়ে মিথ্যাচারের প্রসঙ্গে চিনের সঙ্গে ভারতকেও জুড়ে দেওয়ায় কূটনৈতিক মহলের অনেকেই অবাক। কারণ, ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন যথেষ্ট ভাল। ট্রাম্প কথায় কথায় মোদিকে বন্ধু বলে উল্লেখ করেন। সেখানে দাঁড়িয়ে ট্রাম্পের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। যদিও ভারত এখনও এ বিষয়ে কিছু বলেনি।

আরও পড়ুন : ট্রাম্পের কাছে ‘বিষ-চিঠি’, ধৃত সন্দেহভাজন মহিলা

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version