ইডির অভিযোগ থানায়, ইঙ্গিত একাধিক সাংবাদিকের দিকে

এবার বিধাননগরে রাজ্য পুলিশের আওতাধীন থানাতেই অভিযোগ দায়ের করল ইডি। অভিযোগ একাধিক সাংবাদিকের বিরুদ্ধে। যদিও অভিযোগপত্রে কোনো নাম লেখা নেই। সূত্রের খবর, শুধু লিখিত অভিযোগই নয়, দুদিন আগে ইডির কর্তারা বিষয়টির ফলো আপও করেছেন। এক সাংবাদিককে ঘরোয়াভাবে ডেকে কিছু প্রশ্নও করেছেন। ইডির অভিযোগ, এই সাংবাদিকরা ইডির নাম করে বা ঘনিষ্ঠতা দেখিয়ে একাধিক রাজনীতিবিদ বা অন্য পেশার মানুষের কাছ থেকে সুবিধে নিচ্ছেন। ইডির নজরে থাকা মামলাগুলির সঙ্গে জড়িতদের কাছে গিয়ে নিজেদের প্রভাবশালী দেখাচ্ছেন। এদের ব্যক্তিগত বা পারিবারিক সম্পদ সম্পর্কে বেশ কিছু তথ্য সংগৃহীত হয়েছে। তবে ইডিমহলের খবর, ধরপাকড় নয়, এদের সতর্ক করে দিতেই এই অভিযোগ করা হয়েছে, যাতে এসব বন্ধ হয়।