Tuesday, November 4, 2025

বলেন কী সৌমিত্র! দলের নেতাদের বললেন, জুতো মেরে পা ভেঙে দেব!

Date:

বেলাগাম অনুপম। এবার সৌমিত্র খাঁ। বিজেপির দলাদলিতে সাংসদ তথা যুব মোর্চার মেজাজ এমন চটেছে যে দলীয় কর্মীদের বললেন, জুতো মেরে পা ভেঙে দেব! অকথা-কুকথায় বিজেপি নেতারা এখন নয়া রাজনৈতিক সংবিধান লেখা শুরু করেছেন। বিজেপি মহলই সৌমিত্রর এমন লাগামছাড়া মন্তব্যে ক্ষোভে ফুঁসছে। অভিযোগ যাচ্ছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে।

বুধবার। ঘটনাস্থল বাঁকুড়ার বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। নবান্ন অভিযান নিয়ে সভা করছিলেন সৌমিত্র। এবং কী আশ্চর্য, মাইক্রোফোন হাতে নিয়েই বিষ ঢালা শুরু করেন। শাসক বা বিরোধী দল নয়, দলেরই অন্য গোষ্ঠীর নেতা কর্মীদের বিরুদ্ধে।

কী বললেন সৌমিত্র? বললেন, যাঁরা কলকাতায় গিয়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ, সৌমিত্র খাঁ জিন্দাবাদ বলছেন, তাঁরাই আবার বিষ্ণুপুরে এসে বলছেন, এটা বিজেপির সভা নয়! এইসব কর্মীদের জুতো মেরে পা ভেঙে দেওয়া উচিত। ঘরের ঝগড়া বাইরে এনে যুব সভাপতি বলেন, কেউ কেউ প্রস্তুতি সভায় না আসার কথাও বলেছে। তাদেরকে বলে রাখি, আগুন জ্বালিও না। আগুন জ্বালালে অনেক দূর যাবে।

সৌমিত্র কোনও নেতার নাম না করলেও সম্প্রতি বাঁকুড়া জেলার সভাপতি বিবেকানন্দ পাত্রর একটি অডিও ভাইরাল হয়। সেখানে বিবেক দলের নেতাদের বলেন, কে সৌমিত্র? এলাকার এক যুব নেতার দায়িত্ব পাওয়ার প্রসঙ্গ তুলে বলেন, বাঁকুড়ায় আমার কথাই শেষ কথা। সৌমিত্রর গা থেকে এখনও তৃণমূলের গন্ধ যায়নি। হয় আমার কথা শুনে চলতে হবে, নইলে পদত্যাগ করতে হবে। সৌমিত্র বাঁকুড়া বিজেপিকে ধ্বংস করছে। বুধবার সৌমিত্র সেই কথারই প্রতিশোধ নিলেন বলে ধারণা। কিন্তু তাতে যে দলের ইমেজের দফারফা, তা বলার অপেক্ষা রাখে না।

বুধবার সৌমিত্রর সভায় দেখা যায়নি বিষ্ণুপুরের সংগঠনিক জেলা সভাপতি হরকালী প্রতিহার বা বিবেকেনন্দ পাত্রকে। বাঁকুড়া সহ গোটা রাজ্যেই বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব যে চরমে পৌঁছেছে, তা দলীয় নেতাদের নিয়ে সৌমিত্রর কুকথাতেই স্পষ্ট।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version