Sunday, August 24, 2025

উৎসবের মরসুমে সিনেমা হল খোলা অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনলক ফাইভে সেই সিদ্ধান্তই জানাল কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী, দুর্গাপুজোর সময় খোলা থাকছে সিনেমা হল। প্রায় ছমাস বন্ধ থাকার পর হল খুললে কী কী ছবি দেখা যাবে, নতুন রিলিজ কী? এক নজরে দেখে নেওয়া যাক।

*ড্রাকুলা স্যার*: সিনেমা হল খোলার অনুমতি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এসভিএফ টুইট করে জানায় পুজোয় তারা নিয়ে আসছে ‘ড্রাকুলা স্যার’। মুখ্য ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য, মিমি চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ। পরিচালনায় দেবালয় ভট্টাচার্য।

*রক্তরহস্য* : এবার পুজোয় মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মসের দুটি ছবি। যার মধ্যে রয়েছে ‘রক্তরহস্য’। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক। পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। কোয়েল ছাড়াও দেখা যাবে লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, বাসবদত্তা চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়কে।

*লাভ স্টোরি* : পুজোয় মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি আরও একটি ছবি ‘লাভ স্টোরি’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বনি সেনগুপ্ত ও ঋত্বিকা সেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রেশমী সেন ও সুপ্রিয় দত্ত। ছবিটির পরিচালক রাজীব কুমার। সঙ্গীত পরিচালক স্যাভি। চিত্রনাট্য  ও ডায়ালগ অভিষেক মুখোপাধ্যায়

*সূর্যবংশী* : এবছর শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘সূর্যবংশী’। কিন্তু করোনা আর লকডাউনে তা সম্ভব হয়নি। দিন স্থির না হলেও সূত্রের খবর, অক্টোবরেই মুক্তি পেতে পারে ‘সূর্যবংশী’। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ। ক্যামিওতে অজয় দেবগন এবং রণবীর সিং।

*৮৩* : করোনার জন্য চলতি বছরের শেষের দিকে ছবিটি রিলিজ করার পরিকল্পনা ছিল প্রযোজক সংস্থা। কিন্তু আনলক ৫-এ সিনেমা হলগুলিতে ছাড় দেওয়ায় চলতি মাসের শেষের দিকে মুক্তি পেতে পারে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেবের বায়োপিক ‘৮৩’। প্রযোজনা সংস্থার তরফ থেকে এখনও নিশ্চিতভাবে কিছু বলা না হলেও আন্দাজ করা হচ্ছে অক্টোবরের শেষের দিকে মুক্তি পেতে পারে ছভি। মুখ্য ভূমিকায় রণবীর সিং, দীপিকা পাড়ুকোন।

*টেনেট* : বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবি ‘টেনেট’। বেশ ভাল প্রতিক্রিয়া মিলছে দর্শকদের। প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের এখন উৎসবের মরসুমে ভারতে এই ছবিটি রিলিজ করতে চায়। ইতিমধ্যে সিনেমা হলগুলিতে ছাড় দিয়েছে কেন্দ্র। তাই হয়তো অক্টোবর কিংবা নভেম্বরের প্রথমদিকে মুক্তি পেতে পারে এই ছবিটি। অভিনয়ে জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিসন, এলিজাবেথ ডিবিকি, ডিম্পল কাপাডিয়ার মতো তারকারা।

*ব্রহ্মা জানেন গোপন কম্মটি* : লকডাউনের আগেই মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিটি। কিন্তু লকডাউনের জন্য মার্চের শেষের দিকে হল থেকে তুলে নিতে হয়। তবে পুজোর আবহে রি-রিলিজ করা হবে ব্রহ্মা জানেন গোপন কম্মটি। মহিলা পুরোহিতের গল্প নিয়ে তৈরি এই ছবিটিতে মুথ্যচরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী এবং সোহম মজুমদার।
আনলক ৫-এর গাইডলাইন বুধবারেই প্রকাশ্যে এসেছে। সিনেমা হল, থিয়েটার সহ একাধিক বিনোদনমূলক স্থান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। স্বাভাবিকভাবেই সিনেপ্রেমীদের মধ্যে এখন খুশির হাওয়া। পুজোর আগে বা পুজো সময় ছবি রিলিজের হয় প্রতিবার। অতিমারি পরিস্থিতিতে কী হবে তা নিয়ে সংশয় ছিল। কিন্তু সরকারি ঘোষণায় দর্শকদের পাশাপাশি স্বস্তিতে হল-মালিকরা। কারণ, গত কয়েকবছর ধরে দুর্গাপুজোর হাত ধরে হলগুলিতে সিনেমার উৎসব হত। প্রায় ১০ থেকে ১২টা ছবি এই সময়ে রিলিজ হত। চলতি বছরে করোনা প্রভাবে অনেকের মনে আশঙ্কা দেখা দিয়েছিল। তবে আপাতত স্বস্তি অক্টোবর থেকে খুলছে সিনেমা হল। আবার রুপোলি পর্দার মায়াজালে জড়াবেন দর্শকরা।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version