প্রথমে ধাক্কা, হাথরাসমুখী রাহুলকে গ্রেপ্তার করল পুলিশ

প্রথমে বাধা। ধাক্কা। তারপর গ্রেপ্তার করা হল রাহুল গান্ধীকে। এই কীর্তিটি করেছে যোগী আদিত্যনাথের পুলিশ।

হাথরাসে ধর্ষিতা মৃত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কর্মসূচি ঘোষণার পরই রাহুল, প্রিয়াঙ্কাকে আটকাতে তৎপর যোগী রাজ্যের পুলিশ। সর্বশেষ খবর, যমুনা এক্সপ্রেসওয়েতে আটকে দেওয়া হয়েছে কংগ্রেস নেতা- নেত্রীদের গাড়ি। ভাই-বোন হাঁটা শুরু করেছেন। যদিও গোটা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। হাথরাসে ঢোকার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেছেন, উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। লাঠিচার্জও হয়েছে। যদিও প্রশাসন তাঁর অভিযোগ মানতে চাননি। রাহুলের বক্তব্য, ভারতে হাঁটার অধিকার কি একা নরেন্দ্র মোদিরই আছে নাকি? যতই তাঁদের আটকানো হোক, তাঁরা হেঁটেই হাথরাসে পৌঁছবেন।