Wednesday, August 27, 2025

বেলাগাম অনুপম। এবার সৌমিত্র খাঁ। বিজেপির দলাদলিতে সাংসদ তথা যুব মোর্চার মেজাজ এমন চটেছে যে দলীয় কর্মীদের বললেন, জুতো মেরে পা ভেঙে দেব! অকথা-কুকথায় বিজেপি নেতারা এখন নয়া রাজনৈতিক সংবিধান লেখা শুরু করেছেন। বিজেপি মহলই সৌমিত্রর এমন লাগামছাড়া মন্তব্যে ক্ষোভে ফুঁসছে। অভিযোগ যাচ্ছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে।

বুধবার। ঘটনাস্থল বাঁকুড়ার বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। নবান্ন অভিযান নিয়ে সভা করছিলেন সৌমিত্র। এবং কী আশ্চর্য, মাইক্রোফোন হাতে নিয়েই বিষ ঢালা শুরু করেন। শাসক বা বিরোধী দল নয়, দলেরই অন্য গোষ্ঠীর নেতা কর্মীদের বিরুদ্ধে।

কী বললেন সৌমিত্র? বললেন, যাঁরা কলকাতায় গিয়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ, সৌমিত্র খাঁ জিন্দাবাদ বলছেন, তাঁরাই আবার বিষ্ণুপুরে এসে বলছেন, এটা বিজেপির সভা নয়! এইসব কর্মীদের জুতো মেরে পা ভেঙে দেওয়া উচিত। ঘরের ঝগড়া বাইরে এনে যুব সভাপতি বলেন, কেউ কেউ প্রস্তুতি সভায় না আসার কথাও বলেছে। তাদেরকে বলে রাখি, আগুন জ্বালিও না। আগুন জ্বালালে অনেক দূর যাবে।

সৌমিত্র কোনও নেতার নাম না করলেও সম্প্রতি বাঁকুড়া জেলার সভাপতি বিবেকানন্দ পাত্রর একটি অডিও ভাইরাল হয়। সেখানে বিবেক দলের নেতাদের বলেন, কে সৌমিত্র? এলাকার এক যুব নেতার দায়িত্ব পাওয়ার প্রসঙ্গ তুলে বলেন, বাঁকুড়ায় আমার কথাই শেষ কথা। সৌমিত্রর গা থেকে এখনও তৃণমূলের গন্ধ যায়নি। হয় আমার কথা শুনে চলতে হবে, নইলে পদত্যাগ করতে হবে। সৌমিত্র বাঁকুড়া বিজেপিকে ধ্বংস করছে। বুধবার সৌমিত্র সেই কথারই প্রতিশোধ নিলেন বলে ধারণা। কিন্তু তাতে যে দলের ইমেজের দফারফা, তা বলার অপেক্ষা রাখে না।

বুধবার সৌমিত্রর সভায় দেখা যায়নি বিষ্ণুপুরের সংগঠনিক জেলা সভাপতি হরকালী প্রতিহার বা বিবেকেনন্দ পাত্রকে। বাঁকুড়া সহ গোটা রাজ্যেই বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব যে চরমে পৌঁছেছে, তা দলীয় নেতাদের নিয়ে সৌমিত্রর কুকথাতেই স্পষ্ট।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version