Tuesday, November 4, 2025

করোনার ভ্যাকসিন নিয়ে সেরাম কর্তার প্রশ্নের জবাব দিল কেন্দ্র

Date:

বিনামূল্যে করোনার ভ্যাকসিন বিতরণ নিয়ে কেন্দ্রের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের শীর্ষকর্তা আদর পুনাওয়ালা। তিনি প্রশ্ন করেন, প্রত্যেক ভারতবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য যে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন। সেই কেন্দ্র এক বছরের মধ্যে জোগাড় করতে পারবে তো?

আদর পুনাওয়ালার প্রশ্নের জবাব দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাদের বক্তব্য, দেশের মানুষকে বিনামূল্যে করোনার টিকা পৌঁছে দিতে অত খরচ হবে না। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, “আমরা ওঁর সঙ্গে একমত হতে পারছি না। ৮০ হাজার কোটির প্রয়োজন পড়বে বলে মনে হয় না।” তিনি জানিয়েছেন, সরকার ভ্যাকসিন বিতরণের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। সেই কমিটি বৈঠকে ভ্যাকসিন বিতরণের খরচ, কাদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে, সেসব নিয়ে আলোচনা করেছে। সরকার হিসেব করে দেখেছে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার টাকা আছে।”

কী বলেছিলেন পুনাওয়ালা? টুইটারে প্রধানমন্ত্রীর দফতর এবং স্বাস্থ্যমন্ত্রককে উদ্দেশ্য করে তিনি লেখেন, “কেন্দ্রীয় সরকারের কাছে ৮০ হাজার কোটি টাকা আছে তো? কারণ, দেশবাসীর জন্য করোনা ভ্যাকসিন কিনতে ও পৌঁছে দিতে গেলে এই টাকা প্রয়োজন। আমি এই প্রশ্নের কারণ, ভারতের ও বিদেশের ভ্যাকসিন প্রস্তুতকারকদের নির্দিষ্ট গাইডলাইন দিতে হবে। এই দেশের মানুষের জন্য কত টিকা প্রয়োজন এবং কীভাবে তা সরবরাহ করা হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।

আরও পড়ুন:দেশ জুড়ে ধার্য হলো রান্নার গ্যাসের নতুন দাম

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version