Thursday, August 21, 2025

বিনামূল্যে করোনার ভ্যাকসিন বিতরণ নিয়ে কেন্দ্রের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের শীর্ষকর্তা আদর পুনাওয়ালা। তিনি প্রশ্ন করেন, প্রত্যেক ভারতবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য যে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন। সেই কেন্দ্র এক বছরের মধ্যে জোগাড় করতে পারবে তো?

আদর পুনাওয়ালার প্রশ্নের জবাব দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাদের বক্তব্য, দেশের মানুষকে বিনামূল্যে করোনার টিকা পৌঁছে দিতে অত খরচ হবে না। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, “আমরা ওঁর সঙ্গে একমত হতে পারছি না। ৮০ হাজার কোটির প্রয়োজন পড়বে বলে মনে হয় না।” তিনি জানিয়েছেন, সরকার ভ্যাকসিন বিতরণের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। সেই কমিটি বৈঠকে ভ্যাকসিন বিতরণের খরচ, কাদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে, সেসব নিয়ে আলোচনা করেছে। সরকার হিসেব করে দেখেছে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার টাকা আছে।”

কী বলেছিলেন পুনাওয়ালা? টুইটারে প্রধানমন্ত্রীর দফতর এবং স্বাস্থ্যমন্ত্রককে উদ্দেশ্য করে তিনি লেখেন, “কেন্দ্রীয় সরকারের কাছে ৮০ হাজার কোটি টাকা আছে তো? কারণ, দেশবাসীর জন্য করোনা ভ্যাকসিন কিনতে ও পৌঁছে দিতে গেলে এই টাকা প্রয়োজন। আমি এই প্রশ্নের কারণ, ভারতের ও বিদেশের ভ্যাকসিন প্রস্তুতকারকদের নির্দিষ্ট গাইডলাইন দিতে হবে। এই দেশের মানুষের জন্য কত টিকা প্রয়োজন এবং কীভাবে তা সরবরাহ করা হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।

আরও পড়ুন:দেশ জুড়ে ধার্য হলো রান্নার গ্যাসের নতুন দাম

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version