Saturday, May 3, 2025

রাহুল- প্রিয়াংকা হাথরসে যাবেন শুনেই সীমানা সিল করলেন যোগী আদিত্যনাথ

Date:

উত্তরপ্রদেশের হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধী। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার দিল্লি থেকে রওনাও দিয়েছেন দুই নেতা। হাথরসে গিয়ে নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এই সফর।

এদিকে, রাহুল ও প্রিয়াংকা গান্ধীর হাথরস যাওয়া আটকাতে সব সীমানা সিল করেছেন যোগী আদিত্যনাথ৷ তৈরি থাকতে বলেছেন পুলিশকে৷ কোনও অবস্থাতেই কারো সঙ্গে নির্যাতিতার পরিবারকে দেখা করতে না দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন ওই যোগী৷

হাথরসে গণধর্ষণকাণ্ডের পরই দেশ জুড়ে বিক্ষোভ- মিছিল চলছে৷ এর পর রাহুল-প্রিয়াংকা ওই গ্রামে পৌঁছে গেলে পরিস্থিতি আরও ঘোরালো হবে৷ কার্য এই ভয়েই রাজ্যের সীমানায় সিল করার সিদ্ধান্ত নিয়েছে যোগী প্রশাসন। হাথরস থেকে ১৫০ কিমি পর্যন্ত সংবাদমাধ্যমও যাতে প্রবেশ না করতে পারে তার জন্য ১৪৪ ধারাও জারি করা হয়েছে গ্রামে।

প্রসঙ্গত, গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের পর সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই তরুণী। টানা ২ সপ্তাহ মৃত্যুর সঙ্গে তীব্র পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানেন তিনি। গত মঙ্গলবার সকালে দিল্লির হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উত্তরপ্রদেশের হাথরাসে নিজের গ্রামেই গণধর্ষিতা হয়েছিলেন ২০ বছরের তরুণী। পাশাপাশি তাঁর উপর চলেছিল নৃশংস অত্যাচার। শরীরে বেশ কয়েকটি হাড় ভাঙা অবস্থায় এবং জিভ কাটা অবস্থায় তাঁকে সে রাজ্যেরই একটি হাসপাতালের আইসিউ-তে ভর্তি করা হয়েছিল। অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় সোমবার রাতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির হাসপাতালে। মঙ্গলবার সকালেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর পর নির্যাতিতার পরিবারকে বাড়িতে আটকে রেখে রাত ২.৩০টেয় ধর্ষিতার দেহ জ্বালিয়ে দেয় উত্তর প্রদেশ পুলিশ৷

হাথরসের ঘটনার পরও উত্তরপ্রদেশে পর পর নৃশংসভাবে গণধর্ষণের ঘটনা ঘটে চলেছে। বলরামপুরে একই ঘটনা ঘটেছে৷ এইসব ঘটনা বিচ্ছিন্ন নয়৷ দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে৷ হাথরসের ঘটনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চরম ব্যর্থতাকেই সামনে নিয়ে এসেছে৷ যোগী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকারও হারিয়েছেন।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version