Wednesday, November 12, 2025

নব কলেবরে স্বপ্নের ক্রিকেট অ্যাকাডেমি, উৎসবের মেজাজে বজবজের ক্রীড়াপ্রেমীরা

Date:

২৭ বছরের স্বপ্নপূরণ। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বজবজ ক্রিকেট অ্যাকাডেমি আজ যেন চাঁদের পাহাড়ে। আর সেই রূপকথার রচয়িতার নাম কুণাল ঘোষ। রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদের সাংসদ তহবিলের অর্থে নব কলেবরে সেজে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার মফস্বল শহর বজবজ স্পোর্টস ও ক্রিকেট অ্যাকাডেমি। গান্ধীজয়ন্তীতে যার শুভ উদ্বোধন করলেন ক্রীড়াপ্রেমী কুণাল ঘোষ।

বজবজ পুরসভার মাঠে আজ থেকে ২৭ বছর আগে এই ২ অক্টোবর জাতির জনক মহত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে ক্রিকেট অ্যাকাডেমির যাত্রা শুরু হয়েছিল। যেখানে খুদে ক্রিকেটারেরা বছরের পর বছর ধরে কোচিং নিতে আসে আগামীর শচীন- সৌরভ ধোনি-কোহলি হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু বাধা হয়েছিল অর্থ। যার ফলে এতবছরেও তৈরি করা যায়নি উন্নত পরিকাঠামো। কুণাল ঘোষের সাংসদ তহবিলের অর্থে অবশেষে তা বাস্তবের রূপ পেল। স্বপ্নপূরণে খুশি খুদে ক্রিকেটাররা। খুশি তাদের অভিভাবকরা । আর পুজোর আগে এমন উপহার পেয়ে খুশি গোটা বজবজবাসী।

আর যাঁর হাতধরে বজবজ ক্রিকেট অ্যাকাডেমির পথ চলা শুরু, সেই তাপস ঘোষ প্রায় তিন দশক ধরে দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছেন। বজবজের খেলাধুলার উন্নয়নে হাল ছাড়েননি তিনি। সঙ্গীদের নিয়ে স্বপ্নের জাল বুনে গিয়েছেন। তাঁর স্বপ্ন আজ বাস্তব। আর বাস্তবমুখী সেই স্বপ্নের ফেরিওয়ালা কুণাল ঘোষ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ।

কুণাল ঘোষের হাত দিয়ে নতুন রূপে ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন হওয়ার পর রাতারাতি আলোড়ন পড়ে গিয়েছে
বজবজ ও আশেপাশের এলাকায়। আগামী প্রজন্মের স্বপ্নকে সফল করতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। কর্তৃপক্ষ বা কর্মকর্তারাও বাড়তি অক্সিজেন নিয়ে নতুন উদ্যমে নেমে পড়েছেন। শুধু শিক্ষানবিশদের প্রশিক্ষণ দেওয়াই নয়, তাঁরা সিএবি’র ম্যাচ করানোর স্বপ্ন দেখা শুরু করেছেন। পুরসভার সঙ্গে সমন্বয় রেখে কীভাবে এই অ্যাকাডেমিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চিন্তাভাবনা শুরু হয়েছে।

কুনাল ঘোষের সাংসদ তহবিলের অর্থে স্বপ্নপূরণের পর বজবজের সমগ্র ক্রীড়াপ্রেমী মানুষ নতুন উদ্যমে আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর। ক্রিকেট অ্যাকাডেমির অন্যতম শীর্ষ কর্ণধার তাপস ঘোষের পাশে
যুবনেতা সায়ক ঘোষ , সমাজসেবী দেবাশিস চট্টোপাধ্যায়, শুভময়বাবু থেকে শুরু করে জয় কান্দুর মতো দক্ষ ক্রীড়া সংগঠকরা দাঁড়িয়ে পড়েছেন।

সর্বোপরি তাঁদের মাথায় হাত রেখেছেন বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব। এলাকার খেলাধুলার উন্নয়নে সকলকে এক ছাতার তলায় এসে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন।

২৭ বছর আগে জন্ম নেওয়া এই ভালবাসার ক্রিকেট অ্যাকাডেমিকে লালন-পালন করে, তার আরও পরিচর্চা করতে সমস্তরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বজবজ পুরসভার জন প্রতিনিধিরা।
পুরসভার চেয়ারপার্সন ফুলু দে, গৌতম দাশগুপ্ত, দীপক ঘোষ, কৌশিক রায়, মহম্মদ মনসুর, অভিজিৎ দাস, লুৎফার হোসেনরা একদিকে যেমন কুণাল ঘোষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, অন্যদিকে অ্যাকাডেমি কর্তৃপক্ষের পাশে সবরকম ভাবে দাঁড়ানোর ঘোষণা করেছেন।

নতুন রূপে সেজে ওঠা অ্যাকাডেমি, তার ড্রেসিং রুম, কংক্রিটের উইকেট পেয়ে উৎসাহ বেড়েছে কোচিং নিতে আসা দেড়শো খুদে ক্রিকেটারদের। স্বপ্নপূরণের স্বপ্ন দেখছেন তাদের অভিভাবকরাও। সব মিলিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের কাছে আজ দিনটি ঐতিহাসিক হয়ে রইল। সবমিলিয়ে উৎসবের মেজাজে বজবজবাসী।

আরও পড়ুন : তাঁর সাংসদ তহবিলের অর্থে নতুন রূপে বজবজ ক্রিকেট অ্যাকাডেমি, উদ্বোধনে কুণাল

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version