Monday, August 25, 2025

স্যানিটাইজার ঢেলে পোড়ানো হয়! জেলাশাসকের মারে অজ্ঞান নির্যাতিতার কাকা!

Date:

হাথরাসের বুলগারহিত গ্রাম, প্রয়াত নির্যাতিতার বাড়ি যেন ছোটখাটো দুর্গ। আর হাথরাস যেন পুলিশের ট্রেনিং সেন্টার।

এক কিলোমিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ। যাদের ঘিরে এই ব্যবস্থা সেই বাল্মীকি পরিবারের বাড়ি তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সাংবাদিকরা সেখানে যেতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে। ১৯ বছরের কিশোরীকে সেদিন মাঠের মাঝখানে পোড়ানো হয়েছিল। হাতের কাছে ছিল না কোনও দাহ্য পদার্থ। তাই স্যানিটাইজার দিয়ে আগুন জ্বালানো হয়। এবং কতখানি নৃশংস এবং বিভৎস যে, এখনও সেখানেই পড়ে রয়েছে প্রয়াত নির্যাতিতার দেহাবশেষ।

পুলিশের চোখ এড়িয়ে এদিন সাংবাদিকদের কাছে পৌঁছে যায় নিহত কিশোরীর ভাই। সে জানিয়েছে, হাথরাসের জেলাশাসক শুধু যে হুমকি দিচ্ছেন তাদের পরিবারকে তাই নয়, তার কাকাকে মারধর করে। বুকে লাথি মারে। মারের চোটে অজ্ঞান হয়ে যায় তার কাকা।

সংবাদমাধ্যমকে কেন যেতে দেওয়া হচ্ছে না? যোগীর পুলিশের দাবি, তদন্ত চলছে। প্রশ্ন, তদন্ত চলছে তো তার সঙ্গে পরিবারের আর পাঁচজনের কী সম্পর্ক? তাদের কেন আড়াল করা হবে? সংবাদমাধ্যমের সামনে পড়ে যোগীর পার্টির ক্যাডারের মতো আচরণ করা জেলাশাসকের মুখে কুলুপ। পুলিশও মিডিয়ার নাছোড় মনোভাবে বিপাকে। কিন্তু যোগী প্রশাসনের অপদার্থতায় হাতরাসের ঘটনা এখন জাতীয় প্রতিবাদের ঘটনায় পরিণত হয়েছে। যে প্রধানমন্ত্রী রোজ গণমাধ্যমে এসে অজস্র বাণী দিচ্ছেন, এমন পরিস্থিতির পর তিনি একবারের জন্যে ঘটনার নিন্দা করেননি। বিরোধী কংগ্রেস বলছে, সাদা দাড়ি, সাদা চুল আর গেরুয়া পোশাক পড়ে আসলে প্রধানমন্ত্রী সন্ন্যাসীদেরই অপমান করছেন!

আরও পড়ুন-বলিউডের মাদক- কাণ্ডে NCB-র দাবি, রিয়া-র বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version