Friday, August 22, 2025

ধর্ষণই হয়েছে হাথরাসের তরুণীর। ময়নাতদন্তের রিপোর্ট দেখিয়ে বলছেন খোদ চিকিৎসকরা। হাথরাস নিয়ে উত্তপ্ত দেশ। ধর্ষণের বিচার চেয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। দফায় দফায় চলছে আন্দোলন, বিক্ষোভ। হাথরাসে নিহত তরুণীর ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ নেই। এই দাবি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে ধর্ষণ হয়েছে। তবে ওই রিপোর্টের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

কী রয়েছে ওই রিপোর্টে? যে রিপোর্ট হাতে এসেছে তাতে উল্লেখ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে ১৯ থেকে ২০ বছর বয়সী তরুণীকে। হাথরাসে নিহত তরুণীর বয়স ১৯ বছর। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ওড়না দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। খুনের হুমকিও দেওয়া হয়েছে। ওই তরুণীর চিকিৎসক সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, শুধু ধর্ষণই করা হয়নি, শ্বাসরোধ করে খহুনের চেষ্টাও করা হয়েছে। একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। অর্থাৎ যদি এই রিপোর্ট হাথরাসের ওই তরুণীর হয়, তাহলে ধর্ষণ করা হয়েছিল তা স্পষ্ট। চিকিৎসকদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট দেখে বোঝাই যাচ্ছে ধর্ষণ হয়েছে। অন্য কোনও কারণে নয়, গণধর্ষণের শিকার তরুণী। এমনকী তাঁর শ্বাসরোধ করার চেষ্টাও করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষকর্তা বলেন, ধর্ষণ হয়নি। রাজ্যকে বদনাম করার জন্য এইসব রটানো হচ্ছে। এদের চিহ্নিত করা হবে। পুলিশ আইন অনুযায়ী কাজ করছে। ১৪ সেপ্টেম্বরের গণধর্ষণ ও খুনের ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা করেছে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি রাজন রায় ও বিচারপতি যশপ্রীত সিংয়ের বেঞ্চ অতিরিক্ত মুখ্যসচিব, পুলিশের ডিজি, পুলিশের অতিরিক্ত ডিজিকে ১২ অক্টোবর আদালতে তলব করেছে। পাশাপাশি  হাথরাসের জেলাশাসক ও সিনিয়র এসপিকেও তলব করেছে। তাঁদের সব নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

আরও পড়ুন:হাথরাসে ডেরেককে রাস্তায় ঠেলে ফেলল যোগী পুলিশ, ধাক্কা মহিলাদেরও

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version