অক্টোবরে রাজ্যে সব ধর্মস্থান বন্ধ, নির্দেশ ওড়িশা সরকারের

পুরীর মন্দিরের ৪০৪ জন সেবায়েতের মধ্যে ৩৫১ জনই করোনা আক্রান্ত। রুটিন পরীক্ষায় ৫৩ জন মন্দির কর্মীর রিপোর্টও করোনা পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অক্টোবরে রাজ্যের কোনও ধর্মস্থান খোলা যাবে না বলে নির্দেশ জারি করল ওড়িশার বিজেডি সরকার। আনলক ৫ পর্বেও সব শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমাহল এবং ধর্মীয় স্থান না খোলার সিদ্ধান্ত শুক্রবার জানিয়ে দিয়েছে নবীন পট্টনায়েক সরকার। রাজ্য সরকারের গাইডলাইনে পুরীর মন্দির নিয়ে আলাদা করে কিছু বলা হয়নি। তবে সব ধর্মীয় স্থানই বন্ধ থাকার কথা বলায় পুরীর মন্দিরও এর মধ্যে থাকছে বলেই ধরে নেওয়া যায়। ফলে পুজোর সময় এবার ভক্তদের জন্য খোলা থাকবে না পুরীর মন্দিরের দরজা। প্রতিবারই শারদোৎসবের ছুটিতে বাংলার বহু মানুষ পুরী বেড়াতে যান। পুণ্যার্থীদের কাছে বড় আকর্ষণ জগন্নাথদেবের মন্দির। শেষপর্যন্ত তা বন্ধ থাকলে তা অনেকের কাছেই দুঃসংবাদ।

প্রসঙ্গত, করোনা মহামারির জন্য এবার ওড়িশার ‌প্রধান উৎসব পুরীর রথযাত্রায় আমভক্তরা যোগ দিতে পারেননি। ধর্মীয় পরম্পরা বজায় রাখতে একদম শেষ মুহূর্তে শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সেখানে ভক্ত সমাগম নিষিদ্ধ ছিল। এবার দুর্গাপুজোর ছুটিতেও জগন্নাথ মন্দির দর্শনের জন্য পুরী ভ্রমণের পরিকল্পনা অনেককেই বাতিল করতে হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-আজ ফের হাথরাসে যাওয়ার চেষ্টা করবেন রাহুল, প্রিয়াঙ্কা