Monday, November 3, 2025

বিজেপি দেশের সবচেয়ে বড় অতিমারি, দেশের লজ্জা: প্রতিবাদ মঞ্চ থেকে তীব্র কটাক্ষ মমতার

Date:

“বিজেপি দেশের সবচেয়ে বড় অতিমারি দেশের লজ্জা”- হাথরাসকাণ্ডের প্রতিবাদে নেমে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার, বিকেল ৪ টে নাগাদ তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হয়। বিড়লা তারামণ্ডল থেকে শুরু করে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করা হয়। হাতে কালো কাপড় বেধে মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী।

গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভোটে আগেই হিংসা, গন্ডগোল বাধাতে চায় বিজেপি। ভোট এলেই পাকিস্তান ইস্যু চলে আসে, যুদ্ধ পরিস্থিতি চলে আসে। ভোট এলেই দলিতের বন্ধু সাজে বিজেপি।

উত্তরপ্রদেশের হাথরাসে ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েটির ওপর শুধু অত্যাচার হয়নি, রাতের অন্ধকারে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবারের হাতে দেহ দেওয়ার হয়নি। উত্তরপ্রদেশে দলিতরা নির্যাতিত। মমতা বলেন, “আমার মন পড়ে আছে হাথরাসের নির্যাতিতার পরিবারে। তৃণমূলের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। কিন্তু তাদের আটকে দেওয়া হয়। মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। খবর পেয়েছি, ওখানে সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে”। উত্তরপ্রদেশ পুলিশের আচরণের তীব্র নিন্দা করে মমতা। বলেন, অসম-উত্তরপ্রদেশে এনকাউন্টার করা হয়। এ প্রসঙ্গেই দিল্লি হিংসার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করে বলেন, “দিল্লি হিংসায় কতজন মারা গিয়েছে কেউ জানে না”।

তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত দলিতরা। “সবচেয়ে বড় অতিমারী বিজেপি। বিজেপির গুন্ডাবাহিনীকে আমরা ভয় পাই না”।

কেন্দ্রের নয়া কৃষি বিলের সমালোচনা করেন তৃণমূলনেত্রী। বলেন, “অত্যাবশ্যকীয় পণ্যতে ডাল, আলু, চাল, তেল নেই। দেশে একনায়কতন্ত্র চলছে। কোনও বিরোধী রাজনৈতিক দল কথা বলতে পারে না”।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলায় কোনও ঘটনা ঘটলে সব নেতা চলে আসেন, সব এজেন্সি চলে আসে, 144 ধারা থাকলেও আসেন। অথচ উত্তরপ্রদেশে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

মমতা প্রশ্ন তোলেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্গাপুজো, সরস্বতীপুজো, লক্ষ্মীপুজো করতে দিই না, তাহলে যোগীর রাজ্যে দুর্গাপুজো বন্ধ হল কেন?”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলিতদের উপর অত্যাচারের প্রতিবাদ জানাবে তৃণমূল। সব ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল চলবে।

আরও পড়ুন-শ্রীযুক্ত যোগী, আত্মসম্মান থাকলে এক মাস মুখে কুলুপ এঁটে থাকুন, অভিজিৎ ঘোষের কলম

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version