Monday, November 10, 2025

বিজেপি দেশের সবচেয়ে বড় অতিমারি, দেশের লজ্জা: প্রতিবাদ মঞ্চ থেকে তীব্র কটাক্ষ মমতার

Date:

“বিজেপি দেশের সবচেয়ে বড় অতিমারি দেশের লজ্জা”- হাথরাসকাণ্ডের প্রতিবাদে নেমে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার, বিকেল ৪ টে নাগাদ তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হয়। বিড়লা তারামণ্ডল থেকে শুরু করে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করা হয়। হাতে কালো কাপড় বেধে মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী।

গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভোটে আগেই হিংসা, গন্ডগোল বাধাতে চায় বিজেপি। ভোট এলেই পাকিস্তান ইস্যু চলে আসে, যুদ্ধ পরিস্থিতি চলে আসে। ভোট এলেই দলিতের বন্ধু সাজে বিজেপি।

উত্তরপ্রদেশের হাথরাসে ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েটির ওপর শুধু অত্যাচার হয়নি, রাতের অন্ধকারে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবারের হাতে দেহ দেওয়ার হয়নি। উত্তরপ্রদেশে দলিতরা নির্যাতিত। মমতা বলেন, “আমার মন পড়ে আছে হাথরাসের নির্যাতিতার পরিবারে। তৃণমূলের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। কিন্তু তাদের আটকে দেওয়া হয়। মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। খবর পেয়েছি, ওখানে সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে”। উত্তরপ্রদেশ পুলিশের আচরণের তীব্র নিন্দা করে মমতা। বলেন, অসম-উত্তরপ্রদেশে এনকাউন্টার করা হয়। এ প্রসঙ্গেই দিল্লি হিংসার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করে বলেন, “দিল্লি হিংসায় কতজন মারা গিয়েছে কেউ জানে না”।

তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত দলিতরা। “সবচেয়ে বড় অতিমারী বিজেপি। বিজেপির গুন্ডাবাহিনীকে আমরা ভয় পাই না”।

কেন্দ্রের নয়া কৃষি বিলের সমালোচনা করেন তৃণমূলনেত্রী। বলেন, “অত্যাবশ্যকীয় পণ্যতে ডাল, আলু, চাল, তেল নেই। দেশে একনায়কতন্ত্র চলছে। কোনও বিরোধী রাজনৈতিক দল কথা বলতে পারে না”।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলায় কোনও ঘটনা ঘটলে সব নেতা চলে আসেন, সব এজেন্সি চলে আসে, 144 ধারা থাকলেও আসেন। অথচ উত্তরপ্রদেশে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

মমতা প্রশ্ন তোলেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্গাপুজো, সরস্বতীপুজো, লক্ষ্মীপুজো করতে দিই না, তাহলে যোগীর রাজ্যে দুর্গাপুজো বন্ধ হল কেন?”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলিতদের উপর অত্যাচারের প্রতিবাদ জানাবে তৃণমূল। সব ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল চলবে।

আরও পড়ুন-শ্রীযুক্ত যোগী, আত্মসম্মান থাকলে এক মাস মুখে কুলুপ এঁটে থাকুন, অভিজিৎ ঘোষের কলম

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version