Monday, November 10, 2025

তরুণীকে উত্যক্ত করার চেষ্টা, পাল্টা বেল্ট দিয়ে অভিযুক্ত যুবককে পেটালেন তরুণী

Date:

সান্ধ্য ভ্রমণে একাই বেরিয়েছিলেন এক তরুণী। আচমকাই তাঁকে উত্যক্ত করতে শুরু করে এক যুবক। দুর্ব্যবহারের সঙ্গে কুরুচিকর মন্তব্যও করতে থাকে। নিজের অপমান সহ্য না করে বেল্ট দিয়েই ওই যুবককে দু-চার ঘা লাগিয়ে দেন এক তরুণী।

বর্তমানে নারী নির্যাতনের ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। হাথরাস থেকে বলরামপুর, ভাদোহি, আজমগড়, বুলন্দশহর… একের পর এক সামনে এসেছে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা। আর সব ক্ষেত্রেই নির্যাতিতা কোনও দলিত পরিবারের মেয়ে। তবে সব মেয়ে যে চুপ করে সহ্য করার পাত্রী নয়, তা আরও একবার প্রমাণ হল উত্তরপ্রদেশেরই অন্য একটি ঘটনায়।

আরও পড়ুন : চাপে পড়ে পুলিশ সুপার সহ পাঁচজনকে সাসপেন্ড যোগী প্রশাসনের

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, সন্ধ্যেবেলা বেড়াতে বেড়িয়েছিলেন ওই তরুণী। এক যুবকের অভব্য আচরণের মুখে পড়েন এক তরুণী। ক্রমশ তরুণীকে বিরক্ত করতে থাকে ওই যুবক। একসময় শুরু হয় কুরুচিকর মন্তব্য করা। এমনকি, অশ্লীল ইঙ্গিতও দিতে থাকে ওই যুবক। এরপরই ওই তরুণী চিৎকার করতেই লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। নিজের দিকে আসা কুমন্তব্যের জবাব দিতে তৎক্ষণাৎ তরুণী বেল্ট দিয়েই দু-চার ঘা মারেন ওই যুবককে।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই যুবতীর প্রশংসা করেছেন। তাঁদের মতে, দেশে যখন একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, এই পরিস্থিতিতে ওই তরুণীর নিজের রক্ষার্থে নেওয়া পদক্ষেপ খুবই দুঃসাহসিক কাজ। তাঁর এই কাজ অনেক নারীকেই অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন : বয়ানের পরে এবার ক্ষতিপূরণ নেওয়ার জন্য চাপ হাথরাসের দলিত পরিবারকে

উল্লেখ্য, হাথরসের ঘটনার নিয়ে সারা দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ। নির্যাতিতা তরুণীর প্রতি সুবিচারের দাবি জানাচ্ছেন সকলেই। অভিযুক্তদের দ্রুত সাজা দেওয়ার দাবি জানানো হয়েছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version