ভোটের মুখে বিহারে ধর্ষিত হয়ে আত্মঘাতী দলিত-কন্যা, চাপে নীতীশ কুমার

অভিযুক্তদের মধ্যে ৩ জনের নাম জানা গিয়েছে। তারা হল, রাহুল কুমার, চিন্টু কুমার এবং চন্দন কুমার। চতুর্থ জনের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

0
1

উত্তরপ্রদেশের হাথরাসের পর বিহারের গয়া৷

ভোটের মুখে বিহারের গয়ায় ধর্ষিত হয়ে দলিত কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠল। ওই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে FIR করা হয়েছে। বিধানসভা ভোট সামনে, সেই সময় দলিত-কন্যার এই পরিনতিতে চাপে পড়েছে নীতীশ কুমার সরকার।

পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার বাবা-মা ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে ৩ জনের নাম জানা গিয়েছে। তারা হল, রাহুল কুমার, চিন্টু কুমার এবং চন্দন কুমার। চতুর্থ জনের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওদিকে এনডিটিভি জানাচ্ছে, গয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়েছে। তার রিপোর্ট এখনও তদন্তকারী দলের হাতে আসেনি।
ভোটের মুখে এই ঘটনা সঙ্গে সঙ্গেই বিরোধীদের রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে কংগ্রেস এবং RJD-র কাছে৷ নীতীশ সরকারের বিরুদ্ধে আন্দোলনেও নামছে৷

আরও পড়ুন-৫০: ৫০ আসন সমঝোতা করে ভোটে নীতীশ-বিজেপি