Friday, August 22, 2025

সারপ্রাইজ ভিজিট! করোনা নিয়েই হাসপাতাল ছেড়ে বেরিয়ে সমর্থকদের দেখা দিলেন ট্রাম্প!

Date:

করোনা নিয়েই হাসপাতাল ছেড়ে আচমকা বেরিয়ে পড়লেন। তারপর সমর্থকদের মাঝে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে অপ্রত্যাশিতভাবে সামনে দেখে তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা। অসুস্থ শরীরে অল্প কিছুক্ষণ সারপ্রাইজ ভিজিট করে আবার হাসপাতালে ফিরে এলেন প্রেসিডেন্ট। শরীর স্থিতিশীল থাকলে সোমবার তাঁকে ছেড়ে দিতে পারে হাসপাতাল। তারপরেও যদিও নিয়মমত তাঁর কোয়ারিনটিনে থাকার কথা। তবে সে সব তিনি কতটা মানবেন তা নিয়ে অনেকেই সন্দিহান।

আরও পড়ুন- কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, নবান্নে ভার্চুয়াল অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

আসলে ডোনাল্ড ট্রাম্প মানেই চমক। তা সে প্রাণঘাতী করোনা হোক আর যাই হোক। সমালোচনার পরোয়া না করে গতকাল এমন এক কাণ্ড করলেন, যার সমর্থন আর নিন্দা দুইই শুরু হয়েছে প্রবলভাবে। অনেকেই বলছেন, সমস্ত সমীক্ষায় এমনিতেই প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের থেকে পিছিয়ে আছেন ট্রাম্প। ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পূর্ব নির্দিষ্ট প্রচার কর্মসূচিগুলি স্থগিত রয়েছে। এই অবস্থায় সশরীরে হাজির থেকে সমর্থকদের চাঙ্গা করতেই তাঁর এই সারপ্রাইজ ভিজিট। এর পাশাপাশি করোনাভাইরাস যে তাঁকে আদৌ কাবু করতে পারেনি, তা দেখানোরও দায় ছিল ৭৪ বছরের মার্কিন প্রেসিডেন্টের। এর আগে তিনি টুইট করে জানান যে, তিনি একটি ‘সারপ্রাইজ ভিজিট’ করবেন। এরপরই এসইউভিতে চড়ে নিজের কনভয় নিয়ে করোনা আক্রান্ত ট্রাম্প হাসপাতাল ছেড়ে কিছুক্ষণের জন্য বেরিয়ে যান। সমর্থকদের উৎসাহ দেন ও অভিনন্দন জানান।

এদিকে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডা. সিয়ান কনলে ট্রাম্পের মেডিক্যাল আপডেট দেওয়ার সময় জানান, তাঁকে অক্সিজেন দিতে হয়েছিল। শুক্রবার সকালে হঠাৎ করেই প্রেসিডেন্টের অক্সিজেনের মাত্রা কমে ৯৪ শতাংশের নিচে নেমে আসে। কনলে জানান, তখনও নাকি কিছুতেই অক্সিজেন নিতে চাইছিলেন না ট্রাম্প। বলছিলেন, তাঁর কোনও সমস্যা নেই। তবু তাঁর মেডিক্যাল টিম জোর করেই তাঁকে অক্সিজেন দেয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। সব ঠিক থাকলে সোমবার ওয়াশিংটনের মিলিটারি হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

 

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version