Thursday, August 21, 2025

বারাকপুরে বিজেপি নেতা খুন, স্বরাষ্ট্রসচিব-ডিজিকে রাজভবনে তলব ধনকড়ের

Date:

অর্জুন সিং ঘনিষ্ঠ ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের ঘটনায় রাজ্য-রাজনীতিতে ব্যাপক উত্তেজনা। এই খুনের দায় শাসক দলের উপর চাপিয়ে আজ, সোমবার ১২ ঘন্টা বারাকপুরে বনধ ডেকেছে বিজেপি। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তারা কোনওভাবেই যুক্ত নয়। এটা আদি আর নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

এদিকে রাজনৈতিক চাপান-উতরের মধ্যেই স্বভাবসিদ্ধ মেজাজে আসরে নেমে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
বিজেপি নেতা খুনের ঘটনার তীব্র নিন্দা করে টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল।

একইসঙ্গে মনীশ শুক্লা খুনের ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন ধনকড়। সেই বিষয়টিরও উল্লেখ করেছেন টুইটে।

টুইটে রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির জন্যই ভয়াবহ এই খুনের ঘটনা, এ বিষয়ে আলোচনার জন্য তলব করা হয়েছে রাজ্যের দুই প্রধান প্রশাসনিক আধিকারিককে। আজ, সোমবার সকাল ১০টার মধ্যেই রাজভবনে তাঁদের ডেকেছেন রাজ্যপাল।

এদিকে, মনীশ শুক্লা হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি নেতৃত্ব। খুনের বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

আরও পড়ুন:মনীশ শুক্লা খুনে বিজেপির অন্তর্ঘাত? বারাকপুরে তুমুল চাঞ্চল্য

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version