Saturday, November 8, 2025

সারপ্রাইজ ভিজিট! করোনা নিয়েই হাসপাতাল ছেড়ে বেরিয়ে সমর্থকদের দেখা দিলেন ট্রাম্প!

Date:

করোনা নিয়েই হাসপাতাল ছেড়ে আচমকা বেরিয়ে পড়লেন। তারপর সমর্থকদের মাঝে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে অপ্রত্যাশিতভাবে সামনে দেখে তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা। অসুস্থ শরীরে অল্প কিছুক্ষণ সারপ্রাইজ ভিজিট করে আবার হাসপাতালে ফিরে এলেন প্রেসিডেন্ট। শরীর স্থিতিশীল থাকলে সোমবার তাঁকে ছেড়ে দিতে পারে হাসপাতাল। তারপরেও যদিও নিয়মমত তাঁর কোয়ারিনটিনে থাকার কথা। তবে সে সব তিনি কতটা মানবেন তা নিয়ে অনেকেই সন্দিহান।

আরও পড়ুন- কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, নবান্নে ভার্চুয়াল অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

আসলে ডোনাল্ড ট্রাম্প মানেই চমক। তা সে প্রাণঘাতী করোনা হোক আর যাই হোক। সমালোচনার পরোয়া না করে গতকাল এমন এক কাণ্ড করলেন, যার সমর্থন আর নিন্দা দুইই শুরু হয়েছে প্রবলভাবে। অনেকেই বলছেন, সমস্ত সমীক্ষায় এমনিতেই প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের থেকে পিছিয়ে আছেন ট্রাম্প। ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পূর্ব নির্দিষ্ট প্রচার কর্মসূচিগুলি স্থগিত রয়েছে। এই অবস্থায় সশরীরে হাজির থেকে সমর্থকদের চাঙ্গা করতেই তাঁর এই সারপ্রাইজ ভিজিট। এর পাশাপাশি করোনাভাইরাস যে তাঁকে আদৌ কাবু করতে পারেনি, তা দেখানোরও দায় ছিল ৭৪ বছরের মার্কিন প্রেসিডেন্টের। এর আগে তিনি টুইট করে জানান যে, তিনি একটি ‘সারপ্রাইজ ভিজিট’ করবেন। এরপরই এসইউভিতে চড়ে নিজের কনভয় নিয়ে করোনা আক্রান্ত ট্রাম্প হাসপাতাল ছেড়ে কিছুক্ষণের জন্য বেরিয়ে যান। সমর্থকদের উৎসাহ দেন ও অভিনন্দন জানান।

এদিকে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডা. সিয়ান কনলে ট্রাম্পের মেডিক্যাল আপডেট দেওয়ার সময় জানান, তাঁকে অক্সিজেন দিতে হয়েছিল। শুক্রবার সকালে হঠাৎ করেই প্রেসিডেন্টের অক্সিজেনের মাত্রা কমে ৯৪ শতাংশের নিচে নেমে আসে। কনলে জানান, তখনও নাকি কিছুতেই অক্সিজেন নিতে চাইছিলেন না ট্রাম্প। বলছিলেন, তাঁর কোনও সমস্যা নেই। তবু তাঁর মেডিক্যাল টিম জোর করেই তাঁকে অক্সিজেন দেয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। সব ঠিক থাকলে সোমবার ওয়াশিংটনের মিলিটারি হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

 

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version