Thursday, December 18, 2025

আইএসএলে ফের অনিশ্চয়তার মুখে ইস্টবেঙ্গল! কিন্তু কেন?

Date:

Share post:

আইএসএল খেলা নিয়ে ফের জটিলতায় পড়লো ইস্টবেঙ্গল।
দারুণ ইনভেস্টর ছিল। গ্রিন সিগন্যাল দিয়েছে এফএসডিএল। তবুও চরম অনিশ্চয়তার মুখে লাল-হলুদের আইএসএল ভবিষ্যৎ। কারণ, ক্লাবের তরফ থেকে যে বন্ড যাওয়ার কথা ছিল ইনভেস্টরের কাছে, তা এখনও যায়নি বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে ইনভেস্টরের তরফ থেকে শ্রেনিক শেঠ বলেন, “দু-এক দিন অপেক্ষা করব। সমস্যা না মিটলে বিচ্ছেদ হতে পারে সম্পর্ক।”

কিন্তু এতদূর এগিয়েও প্রকৃত সমস্যা কী? সম্প্রতি ক্লাবে বিশেষ সাধারণ সভা আয়োজিত হয়। শোনা যাচ্ছে, সেখানে সদস্যদের একাংশ মানতে পারেনি শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্কের কয়েকটি শর্ত।

ঠিক কোন শর্তগুলি মানতে পারেননি সদস্যদের একাংশ।

(১) ক্লাব ও ইনভেস্টরের সংবিধানের রূপরেখা একেবারে আলাদা। ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে কোনও মতানৈক্য হলেও, কোম্পানির সংবিধানই অগ্রাধিকার পাবে। সদস্যরা সেটা মানতে পারছেননা। এতে ক্লাবের স্বাধীনতা নষ্ট হতে পারে।

(২) এতদিন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে সদস্যদের নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি তৈরি হতো। তবে নতুন কোম্পানির দেওয়া শর্ত অনুসারে সদস্যদের অধিকার নতুন বোর্ডের হাতে থাকবে। এক্ষেত্রে কার্যকরী কমিটির ভূমিকা অনেকটাই কমে আসবে। যাতে অনেকের প্রবল আপত্তি।

(৩) ইনভেস্টরের তরফ থেকে পাঠানো এই প্রস্তাবের ফলে ক্লাবের এক্সিকিউটিভ কমিটি ও বিভিন্ন ক্রীড়া বিভাগের সচিবদের ভূমিকাও অনেকটা কমে যাবে। ইস্টবেঙ্গল সদস্যরা সেটাও মানতে পারছেন না।

এই শর্তগুলি নিয়ে ক্লাবে আলোচনা চলছে। তবে জট এখনই খুলছে না ইস্টবেঙ্গলের অন্দরে। ফলে আইএসএলের ময়দান ইস্টবেঙ্গলকে স্বাগত জানানোর জন্য তৈরি থাকলেও তীরে আসে তরী ডোবার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, ইনভেস্টরদের শর্ত না মানলে চুক্তিভঙ্গ হতে পারে। সেক্ষেত্রে বিশ বাঁও জলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার স্বপ্ন।

আরও পড়ুন-দীনেশ কার্তিককে সরিয়ে ইয়ন মর্গ্যানকে অধিনায়ক চাইছেন নাইট সমর্থকরা

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...