Sunday, November 9, 2025

হাথরাস,গোর্খাল্যাণ্ডের উত্তাপের মাঝে নজরহীন আনাজের বাজারেও আগুন

Date:

আলু (জ্যোতি) – ৩৪-৩৬
আলু (চন্দ্রমুখী) – ৩৮-৪০
পেঁয়াজ – ৫৫- ৬০
টোম্যাটো – ৬০-৭০
আদা – ৬০-৮০
কাঁচালঙ্কা – ২০০
পটল – ৮০
বেগুন – ৮০
গাজর – ৮০
ধনেপাতা – ২৫০
সজনে ডাঁটা – ১৫০

কৃষিবিধি, হাথরাস, বিহার ভোট বা গোর্খাল্যাণ্ড বৈঠক নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই নজরহীন কলকাতার বাজারে আনাজের দাম এই রকমই আকাশছোঁয়া এবং এই বিষয়ে সরকার বা বিরোধী দলগুলি একটি শব্দও খরচ করছে না৷ কথার কথা নয়, সত্যিই হররোজ বেড়েই চলেছে আনাজের দাম।
রাজ্য সরকার বেশ কিছুদিন আগে আলুর দাম নিয়ে ফতোয়া জারি করেছিলো৷ তারপর সরকার খোঁজও নেয়নি বাজারে কী দামে বিক্রি হচ্ছে আলু, প্রশাসনের নির্দেশ কতখানি মানছে কলকাতার বাজার৷ রাজ্যের একটি না’কি টাস্ক-ফোর্স আছে, আনাজ ইত্যাদির দাম দেখা এই ফোর্সের অন্যতম কাজ৷ এই টাস্ক-ফোর্সের দেখা মেলে স্রেফ সংবাদমাধ্যমে৷ অকর্মণ্য কিছু লোকজনকে এই ফোর্সে সাজিয়ে রেখে রাজ্যের বা নাগরিকদের কোন উপকার হচ্ছে ? দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে, আলোচনা বাড়লে প্রশাসনের রুটিন বিজ্ঞপ্তি আর সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে আগে থেকে সাজানো বাজারে ইবি-র ‘হানা’৷ এইখানেই শেষ সরকারের তৎপরতা৷ আনাজের দাম ওদিকে বেড়েই চলেছে৷

আরও পড়ুন- ওয়াটসন-ডু’প্লেসির ওপেনিং জুটিতেই উড়ে গেল পঞ্জাব!

প্রতিদিন দরকার যে আলু-পেঁয়াজ, তার দাম আকাশছোঁয়া। পুজোর বাকি ক’দিন, খুব সামান্য হলেও ছেলেমেয়ের জন্য কিছু কেনাকাটা আছেই, তার মাঝেই মধ্যবিত্তের পকেট কাটছে মাছ- আনাজের দাম৷

আলুর দাম কিছুতেই মধ্যবিত্তের নাগালের মধ্যে আসছে না৷ জ্যোতি আলুর দাম টাকা প্রতি কেজি ৩৪-৩৬, চন্দ্রমুখী ৩৮-৪০ টাকা৷ পেঁয়াজের দর এখন কেজিপ্রতি পেঁয়াজ ৫০-৬০ টাকা৷ বিক্রেতারা বলছেন, দু’-এক দিনের মধ্যে এটা ৭০ টাকায় পৌঁছবে। বছরের শেষের দিকে ১০০ টাকায় যাবে৷
বেগুন,পটল ৮০ টাকা কেজি। কাঁচালঙ্কার দাম কেজি প্রতি ২০০-২২০ টাকা। এমনকী কুমড়োর দাম প্রতি কেজি ৫০-৬০ টাকা।
ওদিকে, ডিমের দাম কত ? লকডাউনের সময় একজোড়া পাওয়া গিয়েছিলো ১০ টাকায়, এখন একজোড়ার দাম
১৩-১৪ টাকা। প্রতিটি আনাজের দাম আলাদা করে উল্লেখ করা সম্ভব নয়৷ যারা বাজার করেন, তাঁরা জানেন এবং বোঝেন কোন ভয়ঙ্কর দিকে যাচ্ছে দরদাম৷

সরকারি নজরদারির অভাবে দুটো ডাল-ভাত-আলুসেদ্ধ খাওয়ায় যেন বিলাসিতার স্তরে চলে যাচ্ছে৷

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version