Monday, November 3, 2025

১৩৫ কোটির দেশে কত মানুষ পেতে পারেন ভাইরাসের টিকা? জানাচ্ছেন হর্ষ বর্ধন

Date:

দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গোটা বিশ্ববাসী এখন করোনা প্রতিষেধকের অপেক্ষায়। তবে ভারতে কবে আসবে করোনার টিকা তা নিয়ে রবিবার জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আর তা দেশের কত মানুষ পেতে পারেন তাও এদিন জানালেন তিনি।

২০১৮-র তথ্য অনুযায়ী ১৩৫ কোটির দেশ ভারত। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “২০২১ -এর জুলাইয়ের মধ্যে দেশের হাতে আসবে করোনা টিকার ৪০-৫০ কোটি ডোজ। আর তাতে টিকা দেওয়া যাবে ২০-২৫ কোটি মানুষকে।” প্রথমে কারা এই টিকা পেতে পারেন সেই তালিকা প্রসঙ্গে বলেন হর্ষ বর্ধন। জানান, “এই তালিকায় থাকবেন চিকিৎসক, নার্স, স্যানিটারি স্টাফ, আশা কর্মী ও করোনা নিয়ন্ত্রণে জড়িত কর্মীরা। অক্টোবরের মধ্যে আশা করা যাচ্ছে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ইতিমধ্যে রাজ্যগুলিকে তাদের তালিকা জমা করতে বলা হয়েছে।”

করোনার বিরুদ্ধে মানবদেহে ইমিউনিটি তৈরি হচ্ছে কিনা তা নজর রাখার জন্য তৈরি হয়েছে একটি কমিটি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মানুষের মধ্যে কিভাবে করোনার বিরুদ্ধে ইমিউনিটি গড়ে উঠছে তা নজর রাখার জন্য তৈরি হয়েছে একটি কমিটি। এই কমিটির দায়িত্বে রয়েছেন নীতি আয়োগ এর সদস্য ভি কে পল।”

অন্যদিকে কোভিড- কে নির্মূল করতে অ্যান্টিসেরাম ব্যবহার করার কথা জানাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। যেমন টিটেনাস মানুষের দেহে প্রবেশ করিয়ে প্রতিষেধক অ্যান্টিবডি তৈরি করা হয়। আথবা সাপে কামড়ানো রোগীকে ‘অ্যান্টিস্নেক ভেনম’ দেওয়া হয়। ঠিক তেমনই আগে থেকে তৈরি করা করোনাভাইরাসের প্রতিষেধক আক্রান্ত মানবদেহে প্রবেশ করিয়ে রোগকে প্রতিহত করার কথা।

আরও পড়ুন-নতুন ফরেনসিক দল গঠন করা হোক, CBI-এর কাছে আর্জি সুশান্তের পরিবারের

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version