Sunday, May 4, 2025

মনীশ শুক্লার স্মৃতিতে এ কী লিখলেন কুণাল ঘোষ?

Date:

Share post:

বিজেপি নেতা মনীশ শুক্লার হত্যার নিন্দা করে একটি ফেস বুক পোস্ট করেছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তাতে এমন এক অকথিত কাহিনি লিখেছেন তিনি, যার গভীরে রয়েছে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। মনীশ সম্পর্কে তাঁর যে স্মৃতির কথা লিখেছেন, তা বিতর্কিত।

কুণাল লিখেছেন:

মনীশ শুক্লা ও একটি স্মৃতি

বারাকপুরের মনীশ শুক্লা নিহত। হত্যাকাণ্ড প্রতিবাদযোগ্য। তীব্র নিন্দা করছি। নিহতের আত্মা চিরশান্তিতে থাকুক।

2013/14। আমাকে পরের পর থানায় ঘোরানো হচ্ছে।

( হয়ত কারুর নির্দেশে অর্ণব ঘোষের সেই হুমকি: 500 মামলা দেব। 10 দিন করে PC নেব। আপনার জীবনের 5000 দিন শুধু পুলিশ হেফাজতে রাখব। কার নির্দেশ, সেটা সিবিআইর কাছে অর্ণবের বয়ানে আছে বলে শুনেছি। )

সেই সূত্রেই পরিযায়ী বন্দির মত আমি টিটাগড় থানায়।

অধিকাংশ থানার পুলিশকর্তাদের মত এঁরাও আমার প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন।
আমি বলতাম,” আমাকে জেরা করবেন না?”
ওঁরা বলতেন,” দূর। আপনি যা যা বলবেন, আমরা লিখতে পারব না। আর আপনার মুখে যা যা বলানোর নির্দেশ আছে, আপনি দুঃখ পাবেন। ধরে নিন জেরা হয়ে গেছে। একটা রিপোর্ট লিখে দিচ্ছি।”

অপূর্ব।

ওঁরা জানতেন আমি অপরাধী নই। তাই যাই নির্দেশ থাকুক, ব্যবহার ছিল অতি আন্তরিক।

অধিকাংশ সময় আমাকে লক আপের বাইরে রাখতেন। পিছনে পুলিশ কোয়র্টারে স্নান, খাওয়া। এক মহিলা পুলিশ কর্মী পরম যত্নে যা করে দিতেন। রাতে থানার একটি বড় ঘরে বড় টেবিলে আমাকে শুতে দিতেন। আমার ঘনিষ্ঠরা দেখা করতে এলে আমাকে দেখা করতে দিতেন, আলাদা একটি ঘরে।
আমার মন ভালো রাখতে গল্প করতেন।
যথেষ্ট সাহায্য করতেন।

থানায় বহিরাগতদের যথেচ্ছ অবাধ যাতায়াত ছিল।
আমার পক্ষে তাদের চেনা সম্ভব নয়।

একদিন সন্ধেয় আমি লক আপে নেই। পাশের ঘরে। ঘনিষ্ঠ দুএকজন এসেছে। চা সহ একটু কথা বলছি। কী ঘটছে, কোন্ আইনজীবীকে কী বলতে হবে, এইসব।

হঠাৎ বাইরে শোরগোল।
খবর এলো, মনীশ শুক্লা ( তখন তৃণমূলে) সদলে থানার সামনে। পুলিশ তটস্থ।

একটু পরেই দুই পুলিশকর্তা এসে বললেন,” কুণালবাবু, একটু প্লিজ লক আপে চলুন। মনীশ বলছে কেন আপনাকে বাইরে রাখা হয়েছে। ….অমুক বাবু খবর নিচ্ছেন। তাঁর কাছে নালিশ করা হবে আমাদের নামে।”

আমি লক আপে ফিরে গেলাম।

তখন জীবনে ঝড় চলছে। এই ঘটনাগুলো মনটা তছনছ করে দিত।

পরে পুলিশের কাছ থেকেই শুনলাম, থানায় নজর রাখা হচ্ছিল। এটা কোনো কঠিন কাজ নয়। এরপর অন্য একটি বিষয় সামনে রেখে মনীষ সদলে থানায় আসে। এবং বলে যায় এক শীর্ষনেতা ( অধুনা বিজেপিতে এবং তিনি অর্জুন সিং নন) বলে দিয়েছেন যেন আমার প্রতি কঠোর থাকে পুলিশ। সব খবর তিনি রাখছেন। কোনোরকম ছাড় চলবে না। আমাকে লক আপের বাইরে না রাখা হয়। খুব কড়া করে বলেছিল মনীশ, যাকে হুমকি বলাই ভালো।

এই প্রসঙ্গে মনীশ সম্পর্কে আরও কিছু গল্প করলেন পুলিশকর্মীরা।

( সেই রাতেও অবশ্য তাঁরা আমাকে লক আপ থেকে বার করে অন্য ঘরে শুতে দিয়েছিলেন)।

যাই হোক, গুলিতে ঝাঁঝরা হয়ে মনীশের মৃত্যুর ঘটনায় খুব খারাপ লাগল।

গভীর শোকপ্রকাশ করলাম।

 

spot_img
spot_img

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...