যাদবপুরের রান্নাঘরে কাল অন্যরকম ছবি, ওঁরা আসছেন

সুদীপ সেনগুপ্ত : আগামীকাল ৮ অক্টোবর,
আমাদের যাদবপুর রান্নাঘর,
Jadavpur Sramajibi Canteen এর ১৯০ তম দিন।

আগামীকালের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন।
একই দিনে দুই প্রিয় ব্যক্তিত্ব কে স্মরণ করব আমরা।

আমাদের যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের পরিবারের সাথে সরাসরি যুক্ত হবেন আরও দুইটি বিখ্যাত পরিবারের সদস্যরা।

আগামীকাল প্রখ্যাত অভিনেত্রী মণিকা চক্রবর্তীর মৃত্যুদিবস।

২০১৬ সালের এই দিনটিতে প্রয়াত হন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের সবচেয়ে ছোট বোন মণিকা চক্রবর্তী।
ওনার জন্ম সেই ১৯৩৩ সালে।
২০১০ সাল পর্যন্ত প্রায় নিয়মিতভাবেই সিনেমা, নাটক, দূরদর্শনে অভিনয় করে গিয়েছেন।
পুত্র সব্যসাচী চক্রবর্তী (বেণুদা)
মেয়ে পাপিয়া সেন, (অভিনেত্রী, এবং পরিচালক রাজা সেন এর স্ত্রী)।

আগামীকাল আমাদের রান্নাঘরে উপস্থিত থাকবেন মিঠু চক্রবর্তী ও সব্যসাচী চক্রবর্তী।
এর আগেও মিঠুদি এসেছেন কয়েকবার।
বেণুদা ও এসেছেন।
কিন্তু আগামীকালের আমাদের রান্নাঘরকেই ওনারা বেছে নিয়েছেন মায়ের মৃত্যুবার্ষিকীতে ওনাকে স্মরণের মঞ্চ হিসেবে।

আগামীকাল আমাদের সকলের প্রিয় নেতৃত্ব কমরেড নিরুপম সেনের জন্মদিবস।

নিরুপমদা ২০১৮ সালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন।
১৯৪৬ সালের এই দিনটিতে জন্ম ওনার।
নিরুপমদা থাকলে ৭৪ বছর পূর্ণ হতো কাল।
বৌদি চন্দ্রাবলীদি আর নিরুপমদার মেয়ে শ্রেয়া সেন আসবেন কাল আমাদের সাথে সময় কাটাতে।

আগামীকাল সকাল ১১.৩০ টায় পারলে আপনারাও আসুন।
আসুন আমরা সকলে মিলে এই দুটি পরিবারের সাথে একযোগে আমাদের যৌথরান্নাঘরের আন্দোলনকে আরো এক কদম এগিয়ে নিয়ে যাই।

১৯০ তম দিন স্মরণীয় হয়ে থাকুক আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণের মধ্যে।

আসুন।
পাশে থাকুন।

আরও পড়ুন-তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে রাজ্য সরকার, রেশনের একটি আর্জিও বাতিল নয়

Previous articleতৃতীয় লিঙ্গের মানুষদের পাশে রাজ্য সরকার, রেশনের একটি আর্জিও বাতিল নয়
Next articleরোগী হিসাবে বিশ্বের সব রেকর্ড ভাঙলেন, লালুকে কটাক্ষ গেরুয়া শিবিরের